ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারাজ ডট কম ও সানসিল্কের অনলাইন বৈশাখী মেলা শুরু কাল

প্রকাশিত: ০৬:১২, ৭ এপ্রিল ২০১৬

দারাজ ডট কম ও সানসিল্কের অনলাইন বৈশাখী মেলা শুরু কাল

দেশের অগ্রগামী ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডট কম ডট বিডি এবং দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড সানসিল্ক আগামী ৮-১৪ এপ্রিল প্রথমবারের মতো নিয়ে আসছে অনলাইন বৈশাখী মেলা। ৭ এপ্রিল রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে দারাজ ডট কম ডট বিডিতে শুরু হবে এই মেলা। যেখানে ক্রেতাদের পছন্দের পণ্যের ওপর পাওয়া যাবে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। এই প্রথমবারের মতন সানসিল্ক এবং দারাজ একত্রে অনলাইনে বৈশাখী মেলার উদ্যোগ গ্রহণ করেছে যা দারাজ বৈশাখী মেলা ১৪২৩ নামে নামকরণ করা হয়েছে। এই প্রথমবারের মত ক্রেতারা অনলাইনে এই মেলা থেকে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন অর্থাৎ এই বৈশাখের শপিং হবে ট্রাফিক ও প্রখর রোদ থেকে অনেক দূরে নিজ ঘরে বসে। এই মেলাতে সেরা ডিলগুলো পেতে আপনাকে দারাজ এ্যাপ অথবা ল্যাপটপ নিয়ে ১২টা থেকেই প্রস্তুত থাকতে হবে। বৈশাখী মেলা চলাকালীন মোবাইল ফোনে থাকবে সর্বোচ্চ ৫০%, কম্পিউটার ও ল্যাপটপের ওপর থাকবে সর্বোচ্চ ৩৫% এবং ফ্যাশন ও এক্সেসরিজের ওপর থাকবে ৭০% পর্যন্ত ছাড় । যার যেটাই প্রয়োজন হোক না কেন, সবার জন্যই মেলাতে থাকবে কিছু না কিছু। ক্রেতারা নিচের লিংকে গিয়ে দারাজ বৈশাখী মেলার সকল পণ্য, ব্র্যান্ড ও ডিসকাাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যঃঃঢ়ং://িি.িফধৎধু.পড়স.নফ/ঢ়ড়যবষধ-নড়রংযধশয/ -বিজ্ঞপ্তি এবার জব্দ হলো পোরসে গাড়ি স্টাফ রিপোর্টার ॥ বিএমডব্লিউর পর এবার জব্দ করা হলো একটি পোরসে কায়ান গাড়ি। জার্মানির এই বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়িটি আটক করা হয় গুলশানের একটি ধণাঢ্য ব্যবসায়ীর বাড়িতে। বুধবার শুল্ক গোয়েন্দার একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। রাজধানীতে অবৈধ উপায়ে আনা এ ধরনের শতাধিক বিলাসবহুল গাড়ি বছরের পর বছর ধরে রাজপথে দুর্দ- প্রতাপে চলাচল করছে। এমন তথ্য হাতে নিয়ে মাঠে নামে শুল্ক গোয়েন্দা। বুধবার দুপুরে গুলশান-২ নম্বর এলাকার ৩৩নং প্লটের গ্যারেজে গিয়ে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়িটির মালিক দাবিদার প্যাসিফিক গ্রুপের কর্ণধার শফিউল আজম মহসিন বাসায় ছিলেন না। তার স্ত্রী এক সময়ের মডেল জাকিয়া কামাল মুন গোয়েন্দা কর্মকর্তাদের জানান, এক বছর আগে বিয়ের পর থেকেই গাড়িটি ওই গ্যারেজে রাখা ছিল।
×