ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৬:১২, ৭ এপ্রিল ২০১৬

ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর ৯/এ ধানম-ি আবাসিক এলাকার দুই নম্বর রোডে এক বিঘা আয়তনের সরকারী জমিসহ বাড়িটি (প্লট নং-১০, পুরাতন ৭০, বাড়ি নং-৬৫) ভুয়া দাতা সাজিয়ে জাল দলিলের মাধ্যমে আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপপরিচালক জুলফিকার আলী বাদী হয়ে মামলাটি (মামলা নং-৭) দায়ের করেন। দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৫১ সালের ৩ নবেম্বর রাজধানীর ধানম-ি আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের সরকারী জমিসহ বাড়ি যা তৎকালীন কানাডার হাইকমিশনার মোহাম্মদ আলীর অনুকূলে বরাদ্দ দেয়া হয়। পরবর্তীকালে মরহুম মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম আলিয়া মোহাম্মদ আলী, পুত্র সৈয়দ মাহমুদ আলী ও কন্যা সৈয়দা মাহমুদা আলীর নামে হস্তান্তরে অনুমতি প্রদানসহ ১৯৭০ সালের ৩০ মে মাসে নামজারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের ২২ মে মন্ত্রণালয় থেকে তাদের হস্তান্তরের অনুমতি দেয়া হয়। রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন কমিটি রাজধানীর ধানম-ির জিনজিয়াং চাইনিজ রেস্তরাঁয় গত ২ এপ্রিল এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ বছরে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণকে আইনী সহায়তা প্রদান, মেডিয়েশন পদ্ধতি চালুর মাধ্যমে মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তিতে সরকারকে পরামর্শ দেয়া, নতুন আইন সম্পর্কে আইনজীবী ও বিচারকদের মধ্যে সচেতনতা তৈরি ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। উল্লেখ্য, গত ৪ মার্চ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে বার্ষিক সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। এতে একেএম ফজলুল করিম সভাপতি মোঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক এবং মীর মোহাম্মদ আওলাদ হোসেন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি
×