ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে তৈরি বিশ্বমানের তিনটি ড্রেজার হস্তান্তর আজ

প্রকাশিত: ০৬:০১, ৭ এপ্রিল ২০১৬

দেশে তৈরি বিশ্বমানের তিনটি ড্রেজার হস্তান্তর আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নদীর নাব্য রক্ষায় খনন ও পলি উত্তোলনের জন্য দেশে তৈরি বিশ্বমানের তিনটি ড্রেজার আজ বৃহস্পতিবার হস্তান্তরিত হতে যাচ্ছে। ভোস্তা-এলএমজি কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেডের উদ্যোগে এ তিনটি ড্রেজার তৈরি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী শিপ ইয়ার্ডে। পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রেজারগুলো গ্রহণ করবেন। কর্ণফুলী শিপ ইয়ার্ড থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম বীর প্রতীক ও মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান। এ তিনটি ড্রেজার যুক্ত হচ্ছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বহরে। প্রসঙ্গত দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের নদীগুলো খননের উদ্যোগ গ্রহণ এবং কয়েকটি ড্রেজার সংগ্রহ করলেও দীর্ঘ সময় নদী ড্রেজিংয়ের ক্ষেত্রে উদাসীন থাকে পরবর্তী সরকারগুলো। ফলে অনেক নদীই নাব্য হারিয়ে মরা নদীতে পরিণত হয়। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে নদী ড্রেজিংয়ে উদ্যোগী হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বেশ কয়েকটি ড্রেজার সংগৃহীত হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের মামলা স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ আট মাস অনুসন্ধান শেষে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আহসান-উজ-জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ১২ লাখ ২৮হাজার ৫৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। বুধবার গুলশান থানায় দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
×