ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন শতকের ফ্যাশন

প্রকাশিত: ০৫:৫৩, ৭ এপ্রিল ২০১৬

তিন শতকের ফ্যাশন

ফ্যাশন প্রিয়দের তীর্থস্থান খ্যাত প্যারিসে আজ থেকে শুরু হচ্ছে তিন শতকের ফ্যাশন নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ফ্যাশন ফরোয়ার্ড’। প্রদর্শনীটি চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ফ্যাশন ও শিল্পকলা নিয়ে চর্চাকারী প্যারিস অন্যতম হাউস মুসি ডে আর্টস ডেকোর‌্যাটিফস (মিউজিয়াম অব ডেকোরেটিভ আর্টস) প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর থিম হিসেবে বেছে নেয়া হয়েছে তিন দশকের ফ্যাশনকে (১৭১৫ থেকে ২০১৫ সাল)। এই সময়ে ফ্যাশনের বিবর্তনগুলো দর্শনার্থীরা দেখতে পাবে। তিন শতকের ফ্যাশনের পরিবর্তন সময়ুক্রমিকভাবে প্রদর্শিত হবে। ফ্যাশন এবং স্টাইলের ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলো এতে তুলে ধরা হবে। কেবল ফ্যাশন নয়, বস্ত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়বস্তুও থাকছে এবারের প্রদর্শনীতে। -এএফপি।
×