ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাশকতার শঙ্কা নেই

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ মুখে পরলে প্রয়োজনে আটক ॥ ডিএমপি

প্রকাশিত: ০৫:৫১, ৭ এপ্রিল ২০১৬

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ মুখে পরলে প্রয়োজনে আটক ॥ ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নব বর্ষের অনুষ্ঠানে মুখে সব ধরনের মুখোশ পরিধান করা এবং বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মুখে মুখোশ পরিধানকারীদের প্রয়োজনে আটক করা হবে। বিকেল চারটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর বিকেল পাঁচটার মধ্যে সর্বসাধারণকে এসব এলাকা ত্যাগ করতে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এমন কড়াকড়ি আরোপ করা হলেও পহেলা বৈশাখকে ঘিরে কোন নাশকতার আশঙ্কা নেই। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, বর্ষবরণ উদযাপনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকিগুলো মাথায় রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নববর্ষের দিন বিকেল চারটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রমনা বটমূল এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না। চারটার পর সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে। বিকেল পাঁচটার মধ্যে সব ধরনের অনুষ্ঠান-সমাবেশ শেষ করতে হবে। এরপর যথারীতি সর্বসাধারণকে বের হয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় মুখে যেকোন ধরনের মুখোশ পরিধান করা নিষিদ্ধ করা হয়েছে। শুধু মঙ্গল শোভাযাত্রায় নয়, নববর্ষের সব ধরনের অনুষ্ঠানেই মুখে মুখোশ পরিধান করা এবং বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। যারা এমন নির্দেশনা মেনে না চলবেন তাদের বিষয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। যারা মুখে পরিধান করে থাকবে তাদের প্রয়োজনে আটক করা হবে। তবে শোভাযাত্রার মিছিলে লাঠির মাথায় বা কোন কিছুর সঙ্গে যেসব মুখোশ সাধারণত দেখা যায়, সেসব মুখোশ থাকবে। মুখোশ ইচ্ছে করলে কেউ হাতে রাখতে পারবেন। তবে পরিধান করতে পারবেন না। মূলত মুখোশ পরিধান করে কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে কোন প্রকার নাশকতামূলক কর্মকা- চালাতে না পারে এজন্যই এমন নিষেধাজ্ঞা থাকছে। আর ভুভুজেলা বাঁশির উচ্চ শব্দ মানুষের মধ্যে বিরক্তি উৎপাদন করে। এজন্য এ ধরনের বাঁশি নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণে এমন বিধিনিষেধ থাকলেও পহেলা বৈশাখকে ঘিরে কোন নাশকতার আশঙ্কা নেই।
×