ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্ড সুবিধায় আমদানির ডুপ্লেক্স বোর্ড আটক

প্রকাশিত: ০৪:২৮, ৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে বন্ড সুবিধায় আমদানির ডুপ্লেক্স বোর্ড আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্ড সুবিধায় আমদানি করা ডুপ্লেক্স বোর্ড ভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমস। মঙ্গলবার গভীর রাতে বন্দর-ফৌজদারহাট বাইপাস সড়কে এটি আটক করা হয়। পণ্যগুলো ঢাকায় পাঠানো হচ্ছিল। কাস্টমস গোয়েন্দা শাখার উপ-পরিচালক জাকির হোসেন জানান, ডুপ্লেক্স বোর্ডগুলোর আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ‘তাজ এক্সেসরিজ’। নগরীর কালুরঘাট এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। কার্টন তৈরির জন্য বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় ডুপ্লেক্স বোর্ডগুলো আমদানি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী বন্ডের কাঁচামাল দিয়ে তৈরি পণ্য পুনরায় বিদেশে রফতানি করতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি তা না করে আমদানির ডুপ্লেক্স বোর্ড ঢাকায় প্রেরণ করছে জেনে কাস্টমস গোয়েন্দা শাখার লোকজন কাভার্ডভ্যানটি আটক করে। আটক পণ্যের মূল্য অর্ধকোটি টাকার বেশি বলে জানানো হয় কাস্টমস সূত্রে। শিক্ষার্থীদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ এপ্রিল ॥ ‘যৌন হয়রানি বন্ধ কর, দোষীদের শাস্তি দাও’ এই দাবি জানিয়ে বুধবার বেলা ১২টায় ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থীরা। জানা যায় পাশের সদরপুর উপজেলার খাঁ ডাঙ্গীর বাসিন্দা বখাটে রাতিন (১৮) এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বুধবার ওই ছাত্রী স্কুলে আসার পথে ওই বখাটে রাতিন বিদ্যালয়ের পাশের সড়ক থেকে ছাত্রীটিকে টেনে হিঁচড়ে পাশের একটি বাড়ির পেছনে নেয়ার চেষ্টা করে। মেয়েটির পেছনে থাকা তার স্কুলের এক সহপাঠী ঘটনাটি দেখে ছেলেটির হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসে। এ ঘটনায় শুনে বিক্ষোভে ফেটে পড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাছের সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ এপ্রিল ॥ সদর উপজেলার পাঁচখোলা গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা পাঁচখোলা গ্রামের রাজ্জাক তায়ানীর পুকুরে বিষ প্রয়োগ করে। বিষক্রিয়ায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী রাজ্জাক তায়ানী বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষপ্রয়োগ করেছে। সকালে দেখি আমার লক্ষাধিক টাকার রুই, কাতল, মৃগেল মাছ মরে ভেসে উঠেছে। গৃহবধূর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ এপ্রিল ॥ টঙ্গীর মাজুখান এলাকায় বুধবার সকালে একটি বাড়িতে নূরজাহান (২৫) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, সকাল সাড়ে ৮টায় ওই গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তার স্বামীর নাম সিরাজুল ইসলাম। বৃদ্ধ-বৃদ্ধার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, বুধবার বিকেলে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ ও বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সান্তাহার জিআরপি পুলিশ। জানা গেছে, স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দক্ষিণপ্রান্তে ওই দুই লাশ দেখতে পেয়ে যাত্রীরা সান্তাহার জিআরপি থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রেলওয়ে থানায় (অপমৃত্যু) মামলা করেছে পুলিশ। ওই দুই লাশের ময়নাতদন্ত করার জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি সাজু মিয়া। নৈশকোচে ডাকাতি, আহত ৩ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বুধবার ভোরে গ্রামীণ পরিবহনের একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা ও ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যাত্রী ওহাব মাতুব্বরের অবস্থা গুরুতর। অস্ত্রের মুখে জিম্মি করে ৮-১০ জন ডাকাত যাত্রীদের নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পরে তারা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার সীমান্তে নেমে চলে যায়। মাদকের টাকা নিয়ে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৬ এপ্রিল ॥ দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া শকুনতলা গ্রামে সংর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মাদক ব্যবসায়ী আজম ও সুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ১৫-১৬ জন সশস্ত্র চোরাকারবারি ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সংঘর্ষ ও গুলির খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোকিত মানুষই পারে আলোকিত দেশ গড়তে ॥ নূর নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৬ এপ্রিল ॥ জেলার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি একাডেমির কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন বুধবার। মতবিনিময় সভায় বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার জয়দেব চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আলাউদ্দিন আল আজাদ, সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।
×