ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তরমুজ চাষীদের মাথায় হাত

প্রকাশিত: ০৪:২৭, ৭ এপ্রিল ২০১৬

তরমুজ চাষীদের মাথায় হাত

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ৬ এপ্রিল ॥ আমতলীর তরমুজ চাষীরা হতাশ। বাজারে তরমুজের চাহিদা না থাকায় পানির দামে বিক্রি করছে। তরমুজ নিয়ে বিপাকে পড়ায় বড় ধরনের লোকসান গুনতে হবে চাষীদের। জানা গেছে, উপজেলায় এ বছর তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার পাঁচ ’শ হেক্টর। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ফলন ভাল হয়নি। উপজেলার আঠারগাছিয়া, হলদিয়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে তরমুজ চাষ হয়েছে। চাষীরা বিগ ফ্যামিলি, বাংলালিংঙ্ক, জাম্ভু ও জাগুড়া জাতের তরমুজের চাষ করেছে। কিন্তু তরমুজের বীজে সমস্যা থাকায় তেমন ভাল ফলন হয়নি। যা হয়েছে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে শিলাবৃষ্টি হওয়ায় তা নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। এতে তরমুজের চাহিদা কমে গেছে। প্রতিবছর চৈত্র মাসের মাঝিমাঝি সময়ে তরমুজ কাটা শুরু হয়। এ তরমুজ স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মহাজনদের কাছে অথবা সরাসরি চাষীরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে। এ বছর আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে মহাজনরা আসছে না এবং স্থানীয় বাজারে তরমুজের চাহিদা নেই। এছাড়া পরিবহন খরচ না ওঠার আশঙ্কায় চাষীরা দেশের বিভিন্ন স্থানে তরমুজ নিয়ে যাচ্ছে না। ফলে চাষীরা স্থানীয় বাজারে পানির দামে তরমুজ বিক্রি করছে। এতে বড় ধরনের লোকসান গুনতে হবে তাদের। বড় জাতের বাংলালিঙ্ক তরমুজ ৭০/৮০ টাকা এবং মাঝারি সাইজের তরমুজ ৩৫/৪০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক কৃষক তরমুজ নিয়ে বসে আছে। কোন ক্রেতা পাচ্ছে না। বিএনপি নির্বাচনে এসেছে মাঝপথে সরে দাঁড়ানোর জন্য ॥ সেতুমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৬ এপ্রিল ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে এসেছে মাঝ পথে সরে দাঁড়ানোর জন্য, নালিশ করা তাদের পুরনো অভ্যাস, নিবাচনের সময় ও পরে বিএনপির কোন নেতা বা কর্মীর বাড়িতে হামলা হয়েছে এর কোন প্রমাণ নেই। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে এসেছে। বুধবার দুপুরে ফেনীর সরকারী জিয়া মহিলা কলেজে কমিশনার জয়নাল আবদীন গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তেলের দাম কমানোর কারণে বাস ভাড়া কমবে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বিআরটিএর এ বিষয়ে একটি কমিটি আছে, কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
×