ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের শিকার ॥ লম্পট আটক

প্রকাশিত: ০৪:২৭, ৭ এপ্রিল ২০১৬

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের শিকার ॥ লম্পট আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ এপ্রিল ॥ কুষ্টিয়ায় এবার ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর কোমলমতি এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভেড়ামারা পৌর এলাকার ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পার্শ¦বর্তী এলাকায়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ শিশুটির দুঃসম্পর্কের মামা লম্পট আবুল কালামকে (৩০) আটক করলেও গা-ঢাকা দিয়েছে অপর ধর্ষক স্বপন (২৮)। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকার দরিদ্র নছিমন চালকের কন্যা ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী একটি মক্তবে যায় আরবী পড়তে। পড়া শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার আগেই বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে স্কুল সংলগ্ন স্টেশনারি দোকানদার দুঃসম্পর্কের মামা লম্পট আবুল কালাম তাকে ডেকে নিয়ে একটি ঘরে বসতে দেয়। মওকা বুঝে এ সময় কালাম মোবাইলে ডেকে নেয় তার বন্ধু লম্পট স্বপনকে। বন্ধুর ডাক পেয়ে স্বপন বৃষ্টির মধ্যেই সিএনজিতে চেপে ছুটে আসে ওই বাড়িতে। এরপর কালাম ও তার বন্ধু স্বপন ধর্ষণ করে কিশোরীকে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় স্বপন। অপরদিকে ধরা পড়ে কালাম। ১১৬ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ এপ্রিল ॥ লালপুরে ১১৬ পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি। বুধবার সকালে উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের সেন্টার পাড়া গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়। চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম শ্রী নিতাই কুমার সরকার ও আফতাব হোসেন প্রমুখ। বৈসাবি উপলক্ষে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৬ এপ্রিল ॥ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংহাই, বৈসুক, বিষু ও নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে বিশাল র‌্যালি বের করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বুধবার এই র‌্যালি বের করে। বর্ণাঢ্য এই র‌্যালিটি রাঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। পরে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
×