ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কাজ

বেনাপোল কাস্টম হাউস চাহিদার অর্ধেক জনবল নিয়ে চলছে

প্রকাশিত: ০৪:১৯, ৭ এপ্রিল ২০১৬

বেনাপোল কাস্টম হাউস চাহিদার অর্ধেক জনবল নিয়ে চলছে

আবুল হোসেন বেনাপোল থেকে ॥ প্রতিদিন ৩শ’ ট্রাক পণ্য আমদানি ও দেড় শ’ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে। বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয় এই বন্দর দিয়ে অথচ চাহিদার অর্ধেক জনবল নিয়ে চলছে কাস্টমের কার্যক্রম। মোট ৩৫০ জন জনবলের চাহিদা থাকলেও বর্তমানে রয়েছে ১৭০ জন। এর মধ্যে একজন অতিরিক্ত কমিশনার ও একজন যুগ্ম কমিশনারের পদ খালি রয়েছে। যে কারণে একজন কর্মকর্তাকে দ্বিগুণ কাজ করতে হচ্ছে। এতে সঙ্কট তৈরি হচ্ছে। আমদানিকারকরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় তারা হয়রানির শিকারও হচ্ছেন। কাস্টমের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিয়ে তারা একাধিকবার জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। কাস্টম অফিস সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টম হাউসে মোট জনবলের চাহিদা রয়েছে ৩৫০ জন। যার মধ্যে কর্মরত রয়েছেন ১৭০ জন। রাজস্ব আদায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সহকারী রাজস্ব কর্মকর্তার ১২০টি পদে কাজ করছেন মাত্র ৭৫ জন। এতে আমদানি রফতানি কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাস্টমবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান, জনবল ঘাটতির কারণে পণ্য ছাড় করতে আমাদের দেরি হচ্ছে। একজন কর্মকর্তাকে ২-৩ জনের কাজ করতে হচ্ছে। যে কারণে আমদানিকারকরা হয়রানির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক যশোরের একজন মোটরপার্টস আমদানিকারক জানান, তিনি পণ্য আনলে কাস্টম কর্মকর্তাদের পেছনে ধর্ণা দিতে হয়। নানা অজুহাতে তারা সময়ক্ষেপণ করেন। আবার টাকা দিলে কাজ দ্রুত করেন। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও আমদানিকারক মিজানুর রহমান খান বলেন, দেশের বড় স্থলবন্দর হওয়ার কারণে বেনাপোলে কাজের চাপ বেশি। কেননা বেশিরভাগ পণ্য আমদানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। তাই কাস্টমের জনবল ঘাটতি কাম্য নয়। জনবল কম থাকলে ব্যবসায়ীরা পণ্য ছাড়করণে হয়রানির শিকার হয়ে থাকেন। এ ব্যাপারে বেনাপোল কাস্টমের কমিশনার এএফএম আবদুল্লাহ জানান, জনবল ঘাটতিতে আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। বিষয়টি আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে লিখিতভাবে জানিয়েছি। বিশ্বখ্যাত পঁজো ব্র্যান্ড এখন ঢাকায় বাংলাদেশে বিশ্বখ্যাত ব্র্যান্ড পঁজো নিয়ে এলো এজি মোটরস। এ উপলক্ষে এজি মোটরসের উদ্যোগে রাজধানীর ওয়েস্টিনে বিপণন ও বাজারজাতকরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজি মোটরসের নির্বাহী পরিচালক হোসাইন খালেদ, পঁজোর ভারত ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক দিদিয়ের রিচার্ডসহ দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা। পঁজো একটি ফরাসী ব্র্যান্ড। বিশ্বের ১৬০টি দেশে ১০ হাজার বিক্রয়কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির। -অর্থনৈতিক রিপোর্টার সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর প্রথমবারের মতো সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার আর্থিক নীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক- আরবিআইয়ের প্রথম দ্বিবার্ষিক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থ বিশ্লেষকদের অনেকের প্রত্যাশার সঙ্গে সমন্বয় রেখে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমানো হয়েছে। আগে এই হার ছিল ৬.৭৫ বেসিস পয়েন্ট। কেন্দ্রীয় ব্যাংক এখন ই রেপো রেটে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেবে। বিবিসি এক খবরে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ৬.৫০ বেসিস পয়েন্ট নির্ধারণ করেছে; যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। টানা ৬ মাস দেশটির খুচরা বাজারে মূল্যস্ফীতি বাড়ার পর গত ফেব্রুয়ারি মাসে তা অনেক কমে যায়। এরপরই আর্থিক নীতি পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক। এ বছরের শেষের আরও এক ধাপ সুদের হার কমতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। আর সেটা মে থেকে জুলাইয়ের মধ্যে হতে পারে। -অর্থনৈতিক রিপোর্টার
×