ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিধি লঙ্ঘন করে ট্রেড লাইসেন্সের ফির ওপর ভ্যাট আদায়

প্রকাশিত: ০৪:১৮, ৭ এপ্রিল ২০১৬

বিধি লঙ্ঘন করে ট্রেড লাইসেন্সের ফির ওপর ভ্যাট আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন বা নবায়নের ক্ষেত্রে আইন মানছে না সিটি কর্পোরেশন। আইনে না থাকলেও ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন বা নবায়নের ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করছে সিটি কর্পোরেশেন। ফলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনিও ব্যবসায়ীদের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন না নবায়নের ক্ষেত্রে ভ্যাট আরোপিত হবে না। এ ব্যাপারে তিনি ভ্যাট রহিতের ব্যাপারে এফবিসিসিআই থেকে চিঠি দিতে বলেন। গত ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন থেকে অর্থ মন্ত্রীদের চিঠি দেয়া হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ এখন পর্যন্ত কার্যকর হয়নি। ফলে সিটি কর্পোরেশনগুলো ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভ্যাট ও সার্ভিস চার্জ আদায় করছে। সেই সঙ্গে প্রতি ট্রেড লাইসেন্সে এক হাজার টাকা করে ঘুষও নেয়া হচ্ছে। ভ্যাট আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স নবায়ন বা রেজিস্ট্রেশনের ওপর আরোপের কথা বলা হয়নি। এগুলো প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিষেবা, যা সরকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। মূসক আইন অনুযায়ী, সরকারী, আধা-সরকারী ও স্থানীয় কর্তৃপক্ষ সেবা খাতের আওতায় নিবন্ধিত কোন প্রতিষ্ঠান নয়। তারা আইন মোতাবেক প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রমে এই প্রতিষ্ঠানগুলো নিয়োজিত নয়। ফলে এ সকল প্রতিষ্ঠানগুলো মূসক আইন অনুযায়ী নিবন্ধিত না হলেও সরকারী সংস্থাসমূহ সেবা গ্রহণের ক্ষেত্রে মূসক আইনের (৪ককক) ধারা অনুযায়ী উৎসে মূসক কর্তনকারী হিসাবে তালিকাভুক্ত। আইনের ৬ (৪কক) ধারা অনুযায়ী, এ সকল সংস্থাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কয়েকটি তালিকাভুক্ত সেবা প্রদানকারীর কাছ থেকে কেবলমাত্র সেবা গ্রহণের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করে সরকারী কোষাগারে জমাদানের বিধান রাখা হয়েছে। অন্যদিকে, ট্রেড লাইসেন্স ফি, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন ফি বাবদ অর্থ আদায়ের ক্ষেত্রে এ সকল সেবা প্রদানকারী সরকারী সংস্থা সেবা গ্রহীতা নয় বিধায় এ সকল ক্ষেত্রে ভ্যাট আদায়ের আইনগত কোন অবকাশ নেই। এ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলছেন, ‘ট্রেড লাইসেন্স ফি, রেজিস্ট্রেশন ফিসহ বিভিন্ন ফি বাবদ সেবা প্রদানের ক্ষেত্রে উৎসে ভ্যাট আদায় মূসক আইনের লঙ্ঘন। আমরা ভ্যাট আইনের ১৮ (ঙ) ধারার অধীন ট্রেড লাইসেন্সের বিভিন্ন ফি’র ওপর ভ্যাট আদায়ের যাবতীয় কার্যক্রম অবিলম্বে রহিত করার অনুরোধ জানাচ্ছি।’
×