ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৭৫ কোটি টাকা সংগ্রহ করবে এ্যাপোলো হাসপাতাল

প্রকাশিত: ০৪:১৭, ৭ এপ্রিল ২০১৬

৭৫ কোটি টাকা সংগ্রহ করবে এ্যাপোলো হাসপাতাল

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে এসটিএস হোল্ডিংস লিমিটেড (এ্যাপোলো হাসপাতাল)। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। তবে আইপিওয়ের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে শেয়ার বিক্রির দর নির্ধারণ করা হবে। আর এর ওপর ভিত্তি করে কোম্পানিটি ঠিক করবে ৭৫ কোটি টাকার জন্য ঠিক কত শেয়ার ইস্যু করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিজেদের পরিচিতি, আর্থিক তথ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর রেডিসন হোটেলের ওয়াটার গার্ডেনের উৎসব হলে কোম্পানির পক্ষ থেকে রোড শো আয়োজন করা হয়। এতে ব্যাংকার, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু ম্যানেজারসহ বিভিন্ন শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশগ্রহণ করেন। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংকের সভা ১৯ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ওই দিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে। ব্যাংক খাতের কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×