ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই ডরিন পাওয়ারের সন্দেহজনক লেনদেন

প্রকাশিত: ০৪:১৭, ৭ এপ্রিল ২০১৬

প্রথম দিনেই ডরিন পাওয়ারের সন্দেহজনক লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম দিনে অস্বাভাবিকভাবে দর বেড়েছে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এবং সিস্টেমস লিমিটেডের। তবে শেয়ারের দর সন্দেহজনকভাবে বাড়লেও সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ার কেনা থেকে কিছুটা দূরে ছিলেন। কারণ অতীত অভিজ্ঞতা থেকেই সন্দেহজনক লেনদেন থেকে তারা নিজেদের বিরত রেখেছিলেন। প্রথম দিনশেষেই কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৪১। যেখানে ডিএসইর সার্বিক পিই রেশিও হচ্ছে ১৫ শতাংশের নিচে রয়েছে। অর্থাৎ প্রথম দিনেই ডিএসইর চেয়ে চারগুণ দাঁড়িয়েছে কোম্পানিটির পিই রেশিও। সরেজমিনে গিয়ে হাউস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এই শেয়ার ক্রয় করেছে প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীরা। এই কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারী মঞ্জুর হোসেন বলেন, কোম্পানির গতিবিধি সন্দেহজনক। যে দরে এ শেয়ার লেনদেন হয়েছে তা মোটেও স্বাভাবিক নয়। পূর্বে আমরা এ রকম অনেক কোম্পানি থেকে প্রতারিত হয়েছি। ফলে নতুন করে কোন ফাঁদে পা দিতে চাই না। জ্বালানি এবং শক্তি খাতের এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দিনশেষে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৭০ টাকা। সারাদিনে কোম্পানিটির মোট ৮৫ লাখ ৩৭ হাজার ৩১৪টি শেয়ারের হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৬৭ কোটি ১০ লাখ ৮৩০ টাকা। মোট ৪৫ হাজার ৩৩১ হাওলায় কোম্পানিটির লেনদেন হয়েছে। যা কোনভাবেই বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উল্লেখ্য, এর আগেও বেশ কিছু কোম্পানির শেয়ার দর প্রথম দিকে অস্বাভাবিকভাবে বাড়ার পরে বিনিয়োগকারীরা পরে বিপদে পড়ে। খান ব্রাদার্স পিপি ওভেন নামের কোম্পানিটির শেয়ার দর প্রথম দিনে লেনদেন শুরু হয়েছিল ৮০ টাকা করে। বিবিধ খাতের কোম্পানিটির এখন প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯০ টাকা করে। এভাবেই নতুন শেয়ারে পুঁজি খুইয়েছেন অনেকেই। এই শেয়ারের অস্বাভাবিক লেনদেন সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই কোম্পানির শেয়ারের গতিবিধি প্রথম দিনেই সন্দেহজনক অবস্থায় চলে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ার নিয়ে সতর্ক হয়েছেন এটা ভাল লক্ষণ। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারটি ৫৫ টাকা থেকে ৯০ দরে কেনাবেচা হয়েছে। এর আগে গত ৩০ নবেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডকে বাজার থেকে টাকা সংগ্রহের অনুমতি দেয়া হয়। কোম্পানিটি ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যু করে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
×