ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৪ দশমিক ৭০ শতাংশ

প্রকাশিত: ০৪:১৬, ৭ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৪ দশমিক ৭০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুুঁজিবাজারে বুধবার লেনদেন বেড়েছে। পাঁচ কার্যদিবস সূচকের উর্ধগতির পরে মঙ্গলবারে সূচকের কিছুটা পতন ঘটেছিল উভয় বাজারে। তবে এরপরই প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেন বাড়ল। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে ডিএসইতে মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪ দশমিক ৭০ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৯৫ দশমিক ২৩ শতাংশ। তবে সেখানে সব ধরনের সূচকই কিছুটা কমেছে। জ্বালানি এবং শক্তি খাতের নতুন কোম্পানি ডরিন পাওয়ারের তালিকাভুক্তির দিনে উভয় বাজারেই লেনদেনের শীর্ষে ছিল কোম্পানিটি। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির। আর দর কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৮৪ লাখ টাকা। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক অবস্থান করছে এক হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, ইবনে সিনা, আমান ফিড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, আইটিসি, ওরিয়ন ইনফিউশন ও ড্রাগন সোয়েটার। দরবৃদ্ধির শীর্ষের কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, ইবনে সিনা, আইটিসি, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ, এবিবি মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিল ২য় মিউচুয়াল ফান্ড, শাশা ডেনিমস ও বিএসআরএম লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, জুটস স্পিনার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার লিমিটেড ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৭৯ পয়েন্টে। সেখানে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। মঙ্গলবারে যা ছিল ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, আইটিসি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, কেডিএস এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট ও সামিট পাওয়ার।
×