ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলবাদীরা স্বাধীনতার বিপক্ষ

প্রকাশিত: ০৪:১২, ৭ এপ্রিল ২০১৬

মৌলবাদীরা স্বাধীনতার বিপক্ষ

হাছান তৌফিক পারভেজ স্বাধিকার থেকে স্বাধীনতা, স্বাধীনতা থেকে মুক্তি আর ’৭১-এর মুক্তিযুদ্ধ থেকে আজ এ পর্যন্ত আসতে আমাদের দীর্ঘ দীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। যদি বলি আমাদের শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে তাহলে আবশ্যিকভাবে চলে আসে ’৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষের উপস্থিতির কথা। প্রধানত তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের অনুসারীরা ’৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ হয়ে দাঁড়িয়েছিল। এর কারণ ছিল বহুমাত্রিক। সে কথা আমরা জানি। কিন্তু বর্তমানের শত্রু এখন চিহ্নিত করা জরুরি। বর্তমানেও তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে অভিন্নমাত্রা বিদ্যমান। তারা আজ অবধি তাদের রক্তের দোষ ‘জি হুজুরের’ রাজনীতি থেকে এক পাও দূরে সরে দাঁড়ায়নি। তাই তো আমরা দেখি আজকের এদেশের ‘কাসিমবাজার কুঠি’ তথা এদেশের পাকিস্তানী দূতাবাস আজও এদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর হুজুর হয়ে বসে আছে। আজকের এদেশের ওই ধারার রাজনৈতিক দলগুলোর কলকাঠি নাড়ছে ঐ দেশের দূতাবাস। যা এদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান ও অদৃশ্যমান রাজনৈতিক কার্যকলাপের মধ্যেই পরিদৃশ্যমান। তাদের সব রাজনৈতিক কার্যকলাপই ঐ দেশের দূতাবাস কর্তৃক পূর্বপরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং পূর্ব ছক অঙ্কিত। এক্ষেত্রে এদেশের তথাকথিত ওই রাজনৈতিক দলগুলো শুধু ঐ দেশের দূতাবাসের তল্পিবাহক মাত্র। আমরা যারা বাঙালী তথা স্বাধীনতার পক্ষাবলম্বীরা কি ঘরে বসে থাকব? উত্তর অবশ্যই না। আমাদের প্রয়োজন আরেকটি মুক্তিযুদ্ধের। এক্ষেত্রে যা করতে হবে তা হলো- প্রথমেই আমাদের সংবিধান থেকে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ রহিত করতে হবে। প্রথাগত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দিনে দিনে সংকুচিত করে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং সরকারী মনিটরিংয়ের আওতায় আনতে হবে। আমাদের দেখতে হবে, মাদ্রাসা যেন জঙ্গী ট্রেনিং সেন্টার ও অস্ত্রাগার হয়ে উঠতে না পারে। এসব কার্যকলাপ সম্পন্ন করতে পারলেই এদেশে স্বাধীনতার বিপক্ষ শক্তি থাকবে না। মিরপুর, ঢাকা থেকে
×