ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধুবেশী শত্রু

সমাজ ভাবনা ॥ এবারের বিষয় ॥ স্বাধীনতার বিপক্ষ কে?

প্রকাশিত: ০৪:০৯, ৭ এপ্রিল ২০১৬

সমাজ ভাবনা ॥ এবারের বিষয় ॥ স্বাধীনতার বিপক্ষ কে?

মোঃ ইয়ার আলী পৃথিবীতে মানব সভ্যতার উষ্ণালগ্ন থেকেই যত যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে, সবটিতেই পক্ষ-বিপক্ষ দুটি শক্তি বিদ্যমান ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পরাজিত শক্তি (পাক সৈন্য, রাজাকার, আলবদর) কারা আমরা তাদের চিনি। তাদের থেকে সতর্ক থাকা আমাদের জন্য অনেকটাই সহজ। প্রশ্ন হচ্ছে- বর্তমানে স্বাধীন দেশে স্বাধীনতার বিপক্ষ শক্তি কে বা কারা? ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলার সর্বস্তরের মানুষ যে আশা নিয়ে প্রাণবাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা আজ অধরা। কারণ সাধারণ মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। আর যারা মানুষের এ সুফল ভোগের অন্তরায় হিসেবে কাজ করে, তারাই তো আজকের দিনের স্বাধীনতার বড় বিপক্ষ। যে কতিপয় ব্যক্তির অনিয়ম আর দুর্নীতির জন্য লাখ লাখ মানুষের হক নষ্ট হচ্ছে- তারাই আজ স্বাধীনতার বিপক্ষ। যে বিচারহীনতার সংস্কৃতির জন্য প্রতিনিয়ত খুন হচ্ছে মানুষ, ধর্ষিত হচ্ছে তনুর মতো হাজার মা-বোন- ওই বিচারহীনতার সংস্কৃতিই স্বাধীনতার বড় প্রতিপক্ষ। যাদের অবহেলা বা যোগসাজশে রাষ্ট্রের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে তারাই স্বাধীনতার বিপক্ষ। বিবেকবান মানুষ হয়েও যারা ঠা-া মাথায় নিষ্পাপ শিশুদের খাদ্য, মানুষের খাদ্য এমনকি অবলা প্রাণীর খাদ্যেও ভেজাল দিয়ে দেশ-জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে- তারাই স্বাধীনতার বিপক্ষ। কারণ কেউ যদি প্রকৃত দেশপ্রেমিক হয়, স্বাধীনতার তথা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে তবে তার দ্বারা কোন প্রকার জনস্বার্থবিরোধী, দেশবিরোধী কাজ করা অসম্ভব। আর এগুলো করছে কারা? আমাদের মাঝে লুকিয়ে থাকা স্বাধীনতার পক্ষবেশধারী বিপক্ষের লোক। যারা চায় না এদেশের উন্নয়ন হোক, এদেশের গরিব-দুঃখীর মুখে হাসি ফুটুক, বিশ্বের দরবারে এদেশ মাথা উঁচু করে দাঁড়াক। আমাদের ওদের চিনতে হবে। ওদের থেকে সাবধান থাকতে হবে। ওরা আমাদের মাঝে লুকিয়ে থাকা বন্ধুবেশী শত্রু। সৎ মানুষের খোলসের আড়ালে লুকিয়ে থাকা ভদ্রবেশী শয়তান, মুনাফেক। ভাঙ্গুড়া, পাবনা থেকে
×