ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তনু হত্যার বিচার দাবিতে সংস্কৃতি কর্মীদের সমাবেশ স্মারকলিপি

প্রকাশিত: ০৮:২০, ৬ এপ্রিল ২০১৬

তনু হত্যার বিচার  দাবিতে সংস্কৃতি কর্মীদের সমাবেশ স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সংস্কৃতিকর্মীরা। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আট সদস্যের প্রতনিধিদল সচিবালয়ে এ স্মারকলিপি পৌঁছে দেয়। এছাড়া একই দিনে তনুর হত্যার বিচার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবিতে সারাদেশে একযোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। স্মারকলিপি দেয়ার আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের সংস্কৃতিকর্মীরা। তারা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হলে দোয়েল চত্বরে তাদের আটকে দেয় পুলিশ। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যায়। প্রতিনিধিদলে ছিলেন জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস প্রমুখ। টিএসসির সমাবেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, তনু হত্যার পর বিভিন্ন ধরনের টালবাহানা ও লুকোচুরি সমাজ ও জাতিকে বিভ্রান্ত করছে। প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুু কন্যা হিসেবে এ বিষয়ে আপনি দ্রুত কোন পদক্ষেপ নিন। সব বিভ্রান্তি দূর করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিন। পহেলা বৈশাখের উৎসবে এবং শোভাযাত্রায় বিধিনিষেধ আরোপের বিষয়টির বিরোধিতা করে গোলাম কুদ্দুছ বলেন, পহেলা বৈশাখের উৎসবে যে বিধিনিষেধ দেয়া হয়েছে সেটা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। এই সরকারের আমলে এ ধরনের সিদ্ধান্ত কিভাবে নেয়া হলো তা আমাদের বোধগম্য নয়। আমাদের নিরাপত্তা আপনাদের দিতে হবে না। জীবনের ঝুঁকি নিয়ে সাংস্কৃতিক কর্মীরা এটা পালন করব। তবে ভুভুজেলা নিষিদ্ধ করেছেন এটাকে স্বাগত জানাই। জোটের পক্ষ থেকে আগামী ১১ এপ্রিল জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি বৈঠক আহ্বান করা হয়েছে। যদি ঐদিনের মধ্যে তনুর হত্যাকারীরা গ্রেফতার না হয়, তাহলে সংস্কৃতিকর্মীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন। বিকেল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগে উদীচীর সমাবেশ হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। তনু হত্যার বিচার দাবিতে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, পাবনা, ফরিদপুর, সুনামগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলা উপজেলায় উদীচীর উদ্যোগে একযোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয় হয়।
×