ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির আশাবাদ

জনশক্তি আমদানির ওপর মালয়েশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে

প্রকাশিত: ০৮:০৬, ৬ এপ্রিল ২০১৬

জনশক্তি আমদানির ওপর মালয়েশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন, মালয়েশিয়া শীঘ্রই জনশক্তি আমদানি সংক্রান্ত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জনশক্তি রফতানি করতে পারবে। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহা তাইব মঙ্গলবার বঙ্গভবনে তাঁর পরিচয়পত্র পেশ করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসস’র। মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তিনি সার্বাত্মক প্রয়াস চালিয়ে যাবেন।
×