ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টে বিল পাস

প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ পাচ্ছেন সুচি

প্রকাশিত: ০৮:০২, ৬ এপ্রিল ২০১৬

প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ পাচ্ছেন সুচি

জনকণ্ঠ ডেস্ক ॥ আউং সান সু চির ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর সমমর্যাদার ‘নতুন পদ’ সৃষ্টির বিলটি মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়েছে। যদিও মঙ্গলবারের ওই ভোট বয়কট করেছে সেনাবাহিনীর জন্য বরাদ্দ এক-তৃতীয়াংশ আসনের সাংসদরা। মঙ্গলবার সেনাবাহিনী থেকে আসা সংসদ সদস্যরা ভোট দিতে অস্বীকৃতি জানান, দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তারা বার বার নতুন বিলকে অসাংবিধানিক বলে দাবি করেন। খবর বিবিসির। পার্লামেন্টের নিম্নকক্ষে সেনাবাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মাউং মাউং বলেন, নতুন বিলে প্রস্তাবিত ‘স্টেট কাউন্সিলর’ পদটি অনেকটা এরকম যে তিনি নির্বাহী এবং সরকারের বিচারিক শাখা উভয় ক্ষেত্রেই ক্ষমতা দেখাতে পারবেন। এটা সংবিধানিক বিধিমালার পরিপন্থি। কোন বিল (পার্লামেন্টে উত্থাপনের আগে) সেটি সংবিধান অনুসরণ করে করা হয়েছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। এর আগে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষে ওই বিলটি অনুমোদন পায়। এখন প্রেসিডেন্টের অনুমতি পেলেই বিলটি আইনে পরিণত হবে। সু চির জন্য সৃষ্টি করা ‘স্টেট কাউন্সিলর’র পদটি প্রধানমন্ত্রীর সমপর্যায়ের। সুচির দল নির্বাচনে জিতলেও তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। মিয়ানমারের সংবিধান অনুযায়ী স্বামী বা স্ত্রী বা সন্তান বিদেশী হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। উল্লেখ্য, সুচির দুই সন্তানই ব্রিটিশ পাসপোর্টধারী।
×