ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানামা পেপার্স কেলেঙ্কারি

পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০০, ৬ এপ্রিল ২০১৬

পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ পানামা পেপার্স কর ফাঁকির কেলেঙ্কারিতে জড়িয়ে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর গুনলাউগসনকে অবশেষে পদত্যাগ করতে হয়েছে। অফশোর এ্যাকাউন্ট খুলে তিনি কর ফাঁকি দিয়েছেন- এমন খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। দেশটির কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির। পানামার ল’ ফার্ম ‘মোসাক ফনসেকার’ ফাঁস হওয়া গোপন দলিলে দেখা গেছে গুনলাউগসন এবং তার স্ত্রী ‘উইনট্রিস’ নামের একটি অফশোর কোম্পানির মালিক। তিনি এবং তার পরিবার বহু মিলিয়ন ডলারের সম্পদ গোপন করেছেন বলে অভিযোগ ওঠে। তবে গুনলাউগসন কোন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বের যে ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ীরা এখন চাপের মুখে পড়েছেন, তাদের মধ্যে তিনিই প্রথম যাকে পদত্যাগ করে সরে দাঁড়াতে হলো। ‘পানামা পেপার্স’ নামে পরিচিতি পাওয়া গোপন দলিলপত্রকে এ যাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে।
×