ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান নেশন্স কাপ দাবা

বাংলাদেশ হারাল জর্দানকে

প্রকাশিত: ০৬:২১, ৬ এপ্রিল ২০১৬

বাংলাদেশ হারাল জর্দানকে

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠানরত ‘এশিয়ান নেশন্স কাপ দাবা’র অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ দাবা দল জর্দানকে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়ে ৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন জর্দানের আলাটার রাকানকে, গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব জর্দানের আবো হাজেম মোহাম্মদকে এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জর্দানের আলাটার গায়েদাকে এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জর্দানের আবউদি মারওয়ানকে হারান। হিগুয়াইন চার ম্যাচ নিষিদ্ধ স্পোর্টস রিপোর্টার ॥ রেফারির সঙ্গে তর্কে জড়ানোর বড় শাস্তিই পেলেন গঞ্জালো হিগুয়াইন। নেপোলির এই আর্জেন্টাইন তারকাকে ইতালিয়ান সিরি এ লীগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিরি এ লীগে উদিনেসের মাঠে ৩-১ গোলে হার মানে নেপোলি। ওই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোয় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হিগুয়াইন। ম্যাচে তো লালকার্ড দেখেইছিলেন, এর জের ধরে তার ওপর কঠোর শাস্তি আরোপ করেছে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। হিগুয়াইনের অনুপস্থিতি নেপোলির লীগ শিরোপার স্বপ্নেও বড় আঘাত হয়ে এসেছে। নিষেধাজ্ঞার ফলে হেরাস ভেরোনা, ইন্টার মিলান, বোলোগ্না ও রোমার বিপক্ষে খেলতে পারবেন না চলতি মৌসুমে সিরি এর সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপোলি। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৭৩। উদিনেসের বিপক্ষে লালকার্ড দেখানোয় চিৎকার করে রেফারির গায়ে হাত রাখেন হিগুয়াইন। এ কারণেই বড় শাস্তি পেলেন তিনি। যার খেসারত দিতে হতে পারে নেপোলিকে।
×