ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সমঝোতার উদ্যোগ

ডেভ ক্যামেরনের বোধোদয়

প্রকাশিত: ০৬:১৮, ৬ এপ্রিল ২০১৬

ডেভ ক্যামেরনের বোধোদয়

স্পোর্টস রিপোর্টার ॥ হিসেবে না থেকেও টি২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বছরের শুরুতে অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ের পর এবার ছেলেদের পাশাপশি টি২০ শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ক্যারিবীয় মেয়েদের মাথায়। সব মিলিয়ে আনন্দ-জোয়ারে ভাসছে উইন্ডিজ। দেশটির ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) পক্ষ থেকে খেলেয়াড়দের পুরনো দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নেয়া হচ্ছে। ট্রফি হাতে উচ্ছ্বাসের মধ্যেই ড্যারেন সামি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অনেকেই তাতে বিস্মিত হন। বোর্ডের পক্ষ থেকেও অধিনায়কের বক্তব্যে অসন্তোষ জানানো হয়। তবে দেরিতে হলেও ডব্লিউআইসিবির বোধোদয় হলো। সমস্যা সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন। ৯ তারিখ ভারতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। বিশ্বের আকর্ষণীয় টি২০ ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে। আইপিএল শেষ হলেই ‘চ্যাম্পিয়ন’ সামিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডব্লিউআইসিবি প্রধান। ক্যামেরন বলেন, ‘কিভাবে আমাদের অঞ্চলের সেরা ক্রিকেটারদের দলে নেয়া যায়, তার একটা সমাধান খুঁজে বের করতে হবে। লোভনীয় টি২০ লীগগুলোর আর্থিক পুরস্কার সম্পর্কে আমরা পুরোপুরি সজাগ। কিন্তু একই সঙ্গে বিশ্বাস করি, ক্যারিবীয় অঞ্চলের মানুষের কাছে ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের গুরুত্ব অনুধাবন করতে হবে। সে কারণেই আমরা সব খেলোয়াড়ের অংশগ্রহণ ও দলে সুযোগ পাওয়ার বিষয়টাকে অগ্রাধিকার দিতে চাই।’ উল্লেখ্য, কয়েক বছর ধরে ডব্লিউআইসিবির সঙ্গে ড্যারেন সামি-ক্রিস গেইলদের সম্পর্ক ভাল নয়। আর্থিক লেনদেন নিয়ে মূল ঝামেলা। বছর দুয়েক আগে (২০১৪) বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ভারত সফরের মধ্য পথে দেশে ফিরে গিয়েছিলেন ক্রিকেটাররা। এমনকি এবারের টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে অনিচ্ছার সঙ্গে চুক্তিতে সই করেছিলেন তারা। গেইলসহ ক্যারিবীয়দের বেশ কয়েকজন সিনিয়র খেলেয়াড় ফ্র্যাঞ্চাইজি টি২০’র জন্য টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। কারণটা শুধুই আর্থিক। দেশের হয়ে বছরজুড়ে খেললে যা আয় হয়, টি২০ টুর্নামেন্টে দেড় মাসেই তার বেশি অর্থ পকেটে পোড়েন গেইল-সামিরা। কলকাতার ইডেন গার্ডেনসের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় গেইল-স্যামুয়েলসরা। যারা ২০১২ সালে দলটি নিজেদের প্রথম শিরোপা উৎসব করেছিল। প্রথম দল হিসেবে জেতে দুটি টি২০ শিরোপা। ছেলেদের এমন দুর্দান্ত জয়ের দিনই আবার অস্ট্রেলিয়া নারী দলকে হারিয়ে বিশ্বকাপ জেতে ক্যারিবীয় নারীরা। সাফল্যের মধ্যেও বেশ কিছুদিন ধরে বোর্ডের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের ঝামেলা। এমনকি এই দলের ১৪ জনই বর্তমানে বোর্ডের চুক্তিতে নেই! সেই সঙ্গে ট্র্রফি জয়ের পর অধিনায়ক সামি জানিয়েছিলেন ফাইনালের আগে বোর্ড থেকে তাদের কাছে একটি ফোন কলও আসেনি! এ প্রসঙ্গে শচীন টেন্ডুলকরের সমর্থন পাচ্ছেন সামিরা। ভারতীয় গ্রেট তার নিজের টুইটারে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মাঠ ও মাঠের বাইরে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উচিত তাদের সমর্থন করা এবং তাদের সমস্যার সমাধান করা।’ ডব্লিউআইসিবি প্রধান ক্যামেরনের বক্তব্যের পর এবার কী হয়, সেটিই দেখার অপেক্ষা।
×