ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

রাজনগরের ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ মে

প্রকাশিত: ০৫:৫৬, ৬ এপ্রিল ২০১৬

রাজনগরের ৪ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চার রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ মে দিন ধার্য করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছে। ট্রাইব্যুনালে এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। মৌলভীবাজারের রাজনগর উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ২৩ মার্চ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা হলেন- মোঃ আকমল আলী তালুকদার (৭৬), আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মোঃ আনিছ মিয়া (৭৬) ও মোঃ আব্দুল মোছাব্বির মিয়া (৬৪)। চার আসামির মধ্যে গত বছরের ২৬ নবেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন আকমল আলী তালুকদার। বাকি তিনজন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের দু’টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬১ জনকে হত্যা-গণহত্যা ও ৬ জনকে ধর্ষণের অভিযোগ। তারা একাত্তরের ৭ মে থেকে ২৪ নবেম্বর পর্যন্ত রাজনগর উপজেলার পাঁচগাঁও ও পশ্চিমভাগ গ্রামে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন। বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত সংস্থার ধানম-ির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধ মামলার এ ৩৮তম চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সূত্রমতে জানা যায়, ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত মোট এক বছর ৫ মাস ১ দিনে আসামিদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। মোট ১৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের মধ্যে রয়েছে মূল তদন্ত প্রতিবেদন ৭৬ পৃষ্ঠা, জবানবন্দী ৬১ পৃষ্ঠা, জব্দ তালিকা ৪৫ পৃষ্ঠা এবং অন্যান্য ২২ পৃষ্ঠা। ৪০ জনের জবানবন্দী গ্রহণ করা হয়েছে, যারা ট্রাইব্যুনালে সাক্ষী দেবেন আসামিদের বিরুদ্ধে।
×