ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পচা টমেটো থেকে বিদ্যুত!

প্রকাশিত: ০৫:৫০, ৬ এপ্রিল ২০১৬

পচা টমেটো থেকে বিদ্যুত!

আমরা এতদিন পানি, কয়লা, গ্যাস ও অন্যান্য উপাদান থেকে বিদ্যুত উৎপাদনের কথা শুনে এসেছি। কিন্তু পচা টমেটো থেকে বিদ্যুত উৎপাদন? হাঁ এবার পচা টমেটো থেকে বিদ্যুত উৎপাদন করা যাবে। দুই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী এই নয়া ধারণা আবিষ্কার করে বিশ্বকে চমকে দিয়েছেন। এই দুই বিজ্ঞানীর নাম নমিতা শ্রেষ্ঠা ও ভেঙ্কটরমন গাধামশেঠী। আর এই কাজে তাদের সহায়তা করেছেন মার্কিন বিজ্ঞানী এ্যালেক্স ফগ। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা স্কুল অব মাইন্স এ্যান্ড টেকনোলজির শিক্ষক নমিতা শ্রেষ্ঠা, সহযোগী অধ্যাপক ভেঙ্কটরমন ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ্যালেক্স ফগ যখন এই গবেষণা কাজে হাত দেন তখন বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনা হয়। কিন্তু তাদের মত ছিল পুরোপুরি ভাল নয় এমন টমেটো দিয়ে বিদু্যুত উৎপাদন করা গেলে ক্ষতির কিছু নেই। এতে বরং ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সানদিয়াগোতে আয়োজিত দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫১তম ন্যাশনাল মিটিং এ্যান্ড এক্সপোজিশনে এই গবেষণাপত্র উপস্থাপন করা হয়। তবে হঠাৎ করে টমেটো নিয়ে বিদ্যুত উৎপাদন কেন? এই প্রশ্নের উত্তরে ভেঙ্কটরমন বলেন, কয়েক বছর আগে এ্যালেক্স আমাকে কোন স্থানীয় সমস্যা নিয়ে গবেষণা করতে বলেন। বিশেষ করে প্রতিবছর যে পরিমাণ টমেটো নষ্ট হয় সে ব্যাপারে আমাদের কিছু করা উচিত বলে তাগিদ দেন তিনি। এ কাজে আমরা নমিতার সহায়তা নেই। গবেষণাকালে আমরা দেখি পচে যাওয়া টমেটো যদি বায়োলজিক্যাল বা মাইক্রোবিয়াল ইলেকট্রো কেমিক্যাল কোষে ব্যবহার করা যায় তাহলে তা থেকে শক্তিশালী বিদ্যুত উৎপাদন সম্ভব। খবরে বলা হয়েছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে লাখ লাখ টন টমেটো নষ্ট হয়। এই গবেষণা যদি শেষ হয় তাহলে ১০ মিলিগ্রাম টমেটো থেকে অন্তত শূন্য দশমিক ৩ ওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব হবে। টেকট্রি অবলম্বনে।
×