ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তনু হত্যাকাণ্ড

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৪৯, ৬ এপ্রিল ২০১৬

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ এপ্রিল ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা রহস্য ১৬ দিনেও উদ্ঘাটন হয়নি। শনাক্ত বা গ্রেফতার করা যায়নি খুনীদের। দুই দফায় তদন্ত কর্মকর্তা-সংস্থা বদল, সিআইডিতে মামলা হস্তান্তরসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দৌড়ঝাঁপ করলেও তদন্ত কার্যক্রমে তেমন কোন অগ্রগতি নেই। এদিকে মঙ্গলবার বিকেলে তনুর লাশের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে তনু হত্যাকা-ের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়া যুবক মিজানুর রহমান সোহাগের সন্ধান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পায়নি তার পরিবার। জানা যায়, সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন গত সোমবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ কামাদা প্রসাদ সাহার (কেপি সাহা) কাছে দাখিল করেন ময়নাতদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ শারমিন সুলতানা। মঙ্গলবার বিকেলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোঃ ইব্রাহিম ডাঃ কামাদা প্রসাদ সাহার নিকট থেকে সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। ময়নাতদন্তের ওই প্রতিবেদনে তনুকে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি, মৃত্যুর কারণও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি এবং বিষক্রিয়ারও কোন অস্তিত্ব মেলেনি। এদিকে তনু হত্যাকা-ের পর ২৮ মার্চ গভীর রাত থেকে নিখোঁজ যুবক বুড়িচংয়ের নারায়ণসার গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান সোহাগের সন্ধান মঙ্গলবার পর্যন্ত মেলেনি। নিখোঁজ সোহাগের বাবা নুরুল ইসলাম ও বোন খালেদা আক্তার সাংবাদিকদের জানান, তনু হত্যাকা-ের পর তনুর ভাই ও মা-বাবার ছবি টেলিভিশনে দেখে তনুর ছোট ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ফোনে খোঁজখবর নেয়ার চেষ্টা করে। এর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাকে বাসা থেকে তুলে নেয়া হয়। মঙ্গলবার পর্যন্ত থানা, ডিবি, র‌্যাব ও জেলা পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এতে তারা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। এছাড়া সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে মহানগরীর টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডাঃ মৃণাল কান্তি ঢালী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাদী হয়ে ২১ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
×