ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

প্রকাশিত: ০৫:৪৯, ৬ এপ্রিল ২০১৬

ঢাকাসহ উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৬। যা বিশেষজ্ঞরা মৃদু ভূমিকম্প বলে অভিহিত করেছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২১২ কিলোমিটার উত্তরপূর্বে ভারতের মেঘালয় রাজ্যের রাখিপুরে। কেন্দ্রস্থলের ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ১০ কিলোমিটার গভীর থেকে এটির উৎপত্তি। তবে আবহাওয়া অধিদফতর থেকে ভূমিকম্পের মাত্রা ৪.৬ বলা হলেও ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। মৃদু এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হলেও দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজশাহী, কুড়িগ্রাম, নওগাঁ ও শেরপুর জেলাসহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলার বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্পের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ১টা ৪২ মিনিটে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে এলাকা। সামান্য সময়ের জন্য এ ভূমিকম্পের পর অনেকে ঘর থেকে সড়কে নেমে আসেন। তবে কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। কুড়িগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলার আশপাশের এলাকায় মৃদু ভূকম্পনের খবর পাওয়া গেছে। এটার স্থায়ীত্ব ছিল ৪ থেকে ৫ মিনিট। এ সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নওগাঁ থেকে সংবাদদাতা জানান, হঠাৎ মৃদু ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে স্বল্প সময়ের স্থায়ীত্বের কারণে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
×