ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উ. কোরিয়ার পরমাণু কমপ্লেক্সে সন্দেহজনক তৎপরতা

প্রকাশিত: ০৫:০৬, ৬ এপ্রিল ২০১৬

উ. কোরিয়ার পরমাণু  কমপ্লেক্সে  সন্দেহজনক তৎপরতা

সম্প্রতি স্যাটেলাইটে তোলা উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্সের ছবিতে সন্দেহজনক তৎপরতার চিত্র ফুটে উঠেছে। ওই তৎপরতা আরও পারমাণবিক বোমা তৈরির জন্য প্লুটোনিয়াম পুনর্প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস এবং অন্যান্য সরকারী ভবনে প্রতীকী রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা একে উস্কানিমূলক বলে বর্ণনা করেছেন । খবর এএফপি’র। বিশেষজ্ঞরা ছবি বিশ্লেষণ করে বলেছেন, ইয়ংবিয়ন কমপ্লেক্সে একটি রেডিওকেমিক্যাল ল্যাবরেটরিকে উত্তপ্ত করতে ব্যবহৃত একটি স্টিম প্লান্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই ল্যাবরেটরি প্লুটোনিয়াম প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত হয়। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র কোরিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা মঙ্গলবার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ধোঁয়া বের হওয়ার অর্থ হলো অতিরিক্ত প্লুটোনিয়াম পুনর্প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াধীন অথবা অদূর ভবিষ্যতে তা প্রক্রিয়াজাত করা হবে। তবে বিষয়টি এখনও অস্পষ্ট। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের সাম্প্রকি এক বিবৃতির উল্লেখ করেন বিশেষজ্ঞরা। ঐ বিবৃতিতে ক্ল্যাপার বলেছেন, উত্তর কোরিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরির উপযুক্ত প্লুটোনিয়াম তৈরির প্রস্তুতি নিতে পারে। গত জানুয়ারিতে অপর একটি থিংক ট্যাংক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে জানায়, চুল্লিটি এখনও পুরোমাত্রায় চালু করতে পারেনি উত্তর কোরিয়া। এটি যখন পুরোমাত্রায় চালু হবে তখন বছরে ছয় কিলোগ্রাম প্লুটোনিয়াম এখান থেকে তৈরি করতে পারবে। সোমবার ডিপিআরকে টুডে ওয়েবসাইটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের রকেট হামলার ভিডিও প্রকাশ করা হয়। ওয়েবসাইটটি মাত্র ১০ দিন আগে ওয়াশিংটনে পরমাণু হামলার প্রতিচ্ছবির অপর একটি ভিডিও প্রকাশ করে। ইফ দ্য আলটিমেটাম গোজ আনএনসার্ড শিরোনামের ভিডিওটি মাত্র ৮৮ সেকেন্ড সময়সীমার।
×