ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুলেটপ্রুফ পোশাক পরা শুরু করেছেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:০৬, ৬ এপ্রিল ২০১৬

বুলেটপ্রুফ পোশাক পরা শুরু করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার সমাবেশগুলোতে সহিংসতা ঘটনা ও হুমকির পরিপ্রেক্ষিতে বুলেটপ্রুফ পোশাক পরা শুরু করেছেন। তার নির্বাচনী প্রচার শিবিরের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে নিউইয়র্ক ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় এ খবর জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে সোমবার নির্বাচনী প্রচারে স্বামীর পক্ষে প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন মেলানিয়া ট্রাম্প। প্রচারে তিনি বলেন, ট্রাম্প একজন মহান নেতা এবং তিনি সবাইকে সমানভাবে দেখেন। খবর টেলিগ্রাফ ও এএফপির। নিউইয়র্ক ম্যাগাজিনের রিপোর্টার গ্যাব্রিয়েল শারম্যান লিখেছেন, যারা ট্রাম্পকে চেনেন, তারা বলেছেন, তারা কখনও ট্রাম্পকে এতো ক্লান্ত দেখেননি। ট্রাম্পের প্রচার শিবিরের ঘনিষ্ঠ দুটি শিবির আমাকে বলেছেন যে, কয়েক মাস আগে থেকে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা শুরু করেছেন। তার কয়েকটি সমাবেশে ক্ষুব্ধ বিক্ষোভ ও সহিংস মোকাবেলার পর ট্রাম্প এই দেহবর্ম পরা শুরু করেন। মার্চ মাসে শিকাগো শহরের ইলিনয় ইউনিভার্সিটির ক্যাম্পাসে তার নির্বাচনী সভাস্থলের মধ্যে ট্রাম্প বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘাত বেঁধে গেলে ট্রাম্প র‌্যালি বাতিল ঘোষণা করেন। এর পর ওহাইওর ডেটনে সমাবেশে এক প্রতিবাদকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে ট্রাম্পের দিকে ছুটে যায়। এছাড়া মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী এল চ্যাপো গত বছর ট্রাম্পের মাথার জন্য ১০ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেন। তার প্রচার শিবিরের ভেতরের লোকজন বলেছেন, ট্রাম্প ফেব্রুয়ারি মাস থেকেই বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারে তার স্ত্রী মেলানিয়ার উপস্থিতি বিরলই নয়, ক্ষণস্থায়ীও। তিনি উইসকনসিনে রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ মঙ্গলবারের প্রাইমারির আগে ৯০ সেকেন্ডের একটি ছোট ভাষণ দেন। সেখানে তিনি তার স্বামীর প্রশংসাই করেছেন। সেøাভেনীয় বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়া বলেন, আমি তাকে নিয়ে গর্বিত। তিনি একজন পরিশ্রমী মানুষ, দয়ালু, মহৎ হৃদয়ের অধিকারী, কঠোর ও স্মার্ট। তিনি একজন ভাল যোগাযোগকারী, ভাল মধ্যস্থতাকারী। তিনি সব সময়ই সত্য কথা বলেন এবং একজন মহান নেতা।
×