ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভুয়া ক্রসফায়ার

ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৩, ৬ এপ্রিল ২০১৬

ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন

সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্রসফায়ারে (এনকাউন্টার) নিরপরাধ ১০ শিখ তীর্থযাত্রীকে গুলি করে হত্যার অপরাধে পুলিশের ৪৭ সদস্যকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে ভারতের বিশেষ একটি আদালত। ২৫ বছর আগে উত্তরপ্রদেশের পিলিভিতে ঘটনাটি ঘটেছিল। খবর বিবিসির । ভুয়া এনকাউন্টার বা ক্রসফায়ারে ওই শিখদের হত্যা করার দায়ে শুক্রবার এসব পুলিশ সদস্যকে দোষী ঘোষণা করে বিশেষ আদালত। ১৯৯১ সালের ১২ জুলাই পিলিভিতে একটি বিলাসবহুল বাস থামায় পুলিশ সদস্যরা। বাসটি শিখ তীর্থযাত্রীতে পূর্ণ ছিল। কয়েকটি পরিবারের নারী ও শিশুদের রেখে ১০ পুরুষ যাত্রীকে বাস থেকে নামতে বাধ্য করে পুলিশ। ঘটনাস্থলে আরও পুলিশ এসে যোগ দেয়ার পর তারা ওই ১০ জনকে কয়েকটি দলে ভাগ করে। এরপর তাদের জঙ্গলে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে ঠা-া মাথায় গুলি করে হত্যা করে। ঘটনার পর পুলিশ হত্যাকা- সম্পর্কে মিথ্যা বিবৃতি দেয়। অন্ধদের জন্য ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবির সৌন্দর্য উপভোগ করতে অন্ধদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করেছে। ছবিতে থাকা বিভিন্ন বিষয় চিহ্নিত করার এই যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার সোমবার থেকে শুরু করেছে ফেসবুক এবং এটি ছবির বিভিন্ন বিষয় সশব্দ বর্ণনা করবে। এ্যাপল আইওএস সফটওয়্যার ব্যবহার করে ফিচারটি মোবাইলেও পরীক্ষা করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, আমরা আশা করছি আমাদের এই নতুন অটোমেটিক অল্টারনেটিভ টেক্সট টেকনোলজি অন্ধদের ফেসবুকের অভিজ্ঞতা উপভোগে সহায়তা করবে।- এএফপি
×