ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ মহাসচিব পদে লড়বেন হেলেন ক্লার্ক

প্রকাশিত: ০৫:০৩, ৬ এপ্রিল ২০১৬

জাতিসংঘ মহাসচিব পদে লড়বেন হেলেন ক্লার্ক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল বিশ্ব সংস্থাটির শীর্ষপদে তিনি প্রার্থী হতে পারেন। তার এই ঘোষণার মধ্যদিয়ে সেই জল্পনার অবসান হলো। খবর বিবিসির। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, তিনি যদি নির্বাচিত হন তবে জার্মানি, জাপান, ব্রাজিল ও ভারতকে স্থায়ী সদস্যপদ দিয়ে নিরাপত্তা পরিষদের বড় ধরনের সংস্কার করতে চান। তিনি আরও বলেন, বর্তমান একুশ শতকের বাস্তবতা বিবেচনায় আফ্রিকার দুটি দেশকেও অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেয়া উচিত। হেলেন ক্লার্ক বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ডিসেম্বরে জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ক্লার্ক বলেন, আধুনিক সময়ে শান্তি ও নিরাপত্তা ইস্যুগুলো মোকাবেলায় জাতিসংঘের নতুন কিছু করতে হবে। আরও তিনজন নারী জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। পাশাপাশি চারজন পুরুষও এই পদের জন্য লড়বেন বলে আভাস পাওয়া গেছে। ১০০ মিনিটে দিল্লী থেকে আগ্রা ভারতের দিল্লী থেকে আগ্রা পর্যন্ত গতিমান এক্সপ্রেস নামে মঙ্গলবার সর্বপ্রথম চালু হয়েছে দ্রুত গতির ট্রেন। এর গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এটি ২১০ কিমি যাবে মাত্র ১০০ মিনিটে। যাতে বিমানের মতো রেল সেবিকারা যাত্রীসেবার জন্য উপস্থিত থাকবেন। দ্রুতগতির এই ট্রেনের চেয়ার ভাড়া ৭৫০ রুপী এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১৫০০ রুপী। -জি নিউজ
×