ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে বজ্রপাতে ছাত্রী ও কৃষক নিহত

প্রকাশিত: ০৪:১১, ৬ এপ্রিল ২০১৬

সিলেটে বজ্রপাতে ছাত্রী ও কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বজ্রপাতে স্কুলছাত্রী ও কৃষক নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রী কলি (১২) নগরীর ঘাসিটুলা এলাকার ইরান মিয়ার কলোনির ভাড়াটিয়া আজিজুল মিয়ার মেয়ে। মঙ্গলবার বেলা ১টায় ঘাসিটুলা বড় মসজিদ এলাকায় বজ্রপাত হলে তার মৃত্যু ঘটে। অপরদিকে হাকালুকি হাওরে বজ্রপাতে রশিদ আলী (৩৫) নামের কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় হাকালুকির দলীয়ার হাওরে এ ঘটনা ঘটে। সিরাজদিখানে সড়কে লুট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ঢাকা-নবাবগঞ্জ রোডের খারশোর এলাকায় লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে ৭-৮ জন ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে প্রদীপ সরকার এবং স্বপন সরকার নামের ২ জনের কাছ থেকে ৮ হাজার টাকা ও ২টি মোবাইল সেট এবং ব্যাংকের এটিএম কার্ড লুটে নেয়। ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ২০১৬-১৭ জাতীয় বাজেটে বৃহত্তর খুলনায় গ্যাস সরবরাহসহ ১৮ দফা বাস্তবায়নে অর্থ বরাদ্দ ও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, আড়ংঘাটায় গ্যাস স্টেশনে সমাবেশ ও অবস্থানসহ তিনদিনের কর্মসূচী ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা চেম্বারের সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, উন্নয়ন কমিটির শাহীন জামাল পন, মোঃ ফজলুর রহমান, নিজামুর রহমান লালু, অধ্যাপক আবুল বাশার, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান রহিম প্রমুখ। যুবলীগ নেতা হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ এপ্রিল ॥ যুবলীগ নেতা আতিকুর রহমান সৈয়দ আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে করিমগঞ্জের নিয়ামতপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। ২৩ মার্চ রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে নিয়ামতপুর বাসস্ট্যান্ডে প্রতিবেশী আলফাতুন ও তার লোকজন নিয়ামতপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সৈয়দ আলীকে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ তাঁর মৃত্যু হয়। দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল লাইনের আশুগঞ্জ রেল স্টেশনের পাশে ব্রিজের নিচ থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পুরুষ (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া থেকে একদিন বয়সী এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটে প্রতিবাদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে প্রস্তাব না করায় সিরাজদিখানে একটি স্কুলের প্রধান শিক্ষককে কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা ও তার দলবল। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিয়ে শেখর নগর ইউনিয়নের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদার জানান, মাস খানেক আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নতুন ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষানুরাগী (কো অপ্ট) সদস্যের জন্য শেখর নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আউয়ালের নাম প্রস্তার করে গত সোমবার ঢাকা শিক্ষাবোর্ডে প্রেরণ করে। কুমিল্লায় শিশু হত্যা ॥ চাচির স্বীকারোক্তি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ এপ্রিল ॥ বরুড়ায় শিশু শিক্ষার্থী ইব্রাহিম খলিলকে পারিবারিক বিরোধের জের ধরে হত্যার পর তার লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর গ্রেফতারকৃত নিহত ইব্রাহীমের চাচি হোসনেয়ারা বেগম মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। জানা যায়, বরুড়া উপজেলার শাকপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল কাশেমের শিশুপুত্র স্থানীয় শাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ইব্রাহিম খলিল গত ৩১ মার্চ বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয়। তিনদিন পর ২ এপ্রিল তাদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম খবর পেয়ে সৌদি আরব থেকে ১ এপ্রিল দেশে ফেরেন এবং তিনি বাদী হয়ে বরুড়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আবুল কাশেম জানান, তারা চার ভাই, সকলে সৌদি আরবে থাকেন। হবিগঞ্জে চার ছাত্র হত্যার চার্জশীট দাখিল নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ এপ্রিল ॥ সুন্দ্রাটিকির আলোচিত চার স্কুলছাত্র অপহরণ ও হত্যায় জড়িত থাকার দায়ে দুর্ধর্ষ ডাকাত ও লাঠিয়াল বাহিনীর সর্দার আব্দুল আলী বাঘাল এবং তার বখাটে ছেলে জুয়েল-রুবেলসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্র্তা মোক্তাদির আলম। চার্জশীটের অন্য অভিযুক্তরা হলো আরজু, শাহেদ ও বশির। এছাড়া একই চার্জশীটে অভিযুক্ত আব্দুল আলী বাঘালের ভাতিজা অটোরিক্সা চালক বিলাল, উস্তার ও বাবুল এখন জেলা কারাগারে বন্দী।
×