ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাল দখল করে পুকুর

প্রকাশিত: ০৪:১০, ৬ এপ্রিল ২০১৬

খাল দখল করে পুকুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী খালে বাঁধ দিয়ে পুকুর খননেন কাজ করছেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের এক প্রভাবশালী। বিষয়টি দেখেও না দেখার ভান করছে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের বাটরা বাজার থেকে রামানন্দেরআঁক গ্রাম পর্যন্ত খালটি শত বছর পূর্বে সরকারী অর্থায়নে খনন করা হয়। এক সময় এ খাল দিয়ে নৌকায় যাতায়াত, পণ্যসামগ্রী আনা-নেয়া, ফসলি জমিতে পানি সরবরাহ করা হতো। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ও খালের গভীরতা কমে যাওয়ায় এখন শুধু সেচকাজে ব্যবহার হয়। স¯প্রতি রামানন্দেরআঁক গ্রামের প্রভাবশালী হরেকৃষ্ণ ম-ল সরকারী ওই খালের বাটরা এলাকায় পাইলিংয়ের মাধ্যমে বাঁধ দিয়ে পুকুর থননের কাজ করছেন। ফলে ওই খালের আওতাধীন কয়েকটি বোরো ব্লকের সেচ ব্যবস্থা চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা তাকে একাধিকবার খালে বাঁধ না দেয়ার জন্য অনুরোধ করেও কোন প্রতিকার পায়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হরেকৃষ্ণ ম-লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার দেবী চন্দ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। দৌলতপুরে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর নির্বাচনী সহিংসতা নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৫ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনপরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার রাতে আড়িয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী তারিক আল মামুনের সাত কর্মী ও সমর্থকের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থী সাইদ আনসারী বিপ্লবের ক্যাডারবাহিনী। হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। চরফ্যাশন নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশনের চরমানিকা ৮নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মীদের হামলায় বিজয়ী মেম্বার আঃ মন্নানসহ তার অর্ধশত সমর্থক আহত হয়েছে। বিজয়ী মেম্বার আঃ মন্নান অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী জাহাঙ্গীর আলম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী এনে নির্বাচনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা করে নির্বাচনের ফলাফল তার পক্ষে নেয়ার চেষ্টা করেন।
×