ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় কন্যাশিশু হাসপাতালে ফেলে পালিয়েছে মা

প্রকাশিত: ০৪:০৯, ৬ এপ্রিল ২০১৬

কুমিল্লায় কন্যাশিশু হাসপাতালে ফেলে পালিয়েছে মা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ এপ্রিল ॥ কুমিল্লায় এক কন্যাশিশুকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে এক মা। মঙ্গলবার সকালে জেলার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টায় ২৪-২৫ বছর বয়সী এক নারী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের নার্সদের কক্ষে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নূরজাহান বেগমের কোলে তুলে দিয়ে টয়লেটে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। সিনিয়র স্টাফ নার্স জিনাত আরা জানান, শিশুটি জন্মের ২-৩ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসে তার মা। জন্মের পর নাভি কাটাসহ আনুষঙ্গিক কাজগুলো তখনও করা হয়নি। আমরা শিশুটির নাভি কেটে এবং শরীর মুছে অক্সিজেন লাগিয়ে দেই। পরে তরল দুধের ব্যবস্থা করি। শিশুটি দেখে আমার খুব মায়া হওয়ায় নিজেই নেয়ার সিদ্ধান্ত নেই। এরই মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপর সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলী তার চার বছর আগে বিবাহিতা কন্যা মৌসুমীর জন্য ওই বাচ্চাটি নিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আরও বেশ কয়েকজন নারী বাচ্চাটি দত্তক নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। গাজীপুরে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় গ্রেফতার তিন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ এপ্রিল ॥ গুলি করে মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ (৬৫) খুনের ঘটনায় নিহতের ছেলে গৌতম চন্দ্র ঘোষ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় দুই জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- প্রদীপ ম-ল ও মঞ্জুর আলম হীরা। গৌতম চন্দ্র ঘোষ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার টেক কাথোরা এলাকায় তাদের বাড়ির পাশে রাস্তা রয়েছে। রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার কাজ করায় ব্যবহারে সমস্যা হচ্ছে।
×