ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তনু হত্যা ॥ আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৪:০৮, ৬ এপ্রিল ২০১৬

তনু হত্যা ॥ আন্দোলন অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লা ডিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন অব্যাহত আছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর ॥ উইমেন এ্যান্ড চাইল্ড রাইটস এ্যালায়েন্সের উদ্যোগে দশমাইলে ইয়াসমিন স্মৃতি স্তম্ভের কাছে মঙ্গলবার মানববন্ধন হয়। বক্তব্য রাখেন মোজাফ্ফর হোসেন, আবুল কালাম আজাদ, সাখাওয়াৎ হোসেন সরকার, শহিদুল ইসলাম, মজিদুল ইসলাম, নুরুল ইসলাম লাভলু, নুরুল ইসলাম, জাকির হোসেন, ইয়াকুব আলী, ধর্ম নারায়ণ রায়, ফরিদ, রাধা রানী রায় প্রমুখ। পঞ্চগড় ॥ মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন পঞ্চগড় জেলা শাখা। মঙ্গলবার সকালে জেলা শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক ঘণ্টার কর্মসূচী পালন করে তারা। বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, নির্বাহী সভাপতি ও পঞ্চগড় চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু, নির্বাহী কমিটির সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক এ টি এম আখতারুজ্জামান বাবু, মানবাধিকার কর্মী সাদেকুল ইসলাম, তরঙ্গ রায় প্রমুখ। ঝালকাঠি ॥ ফায়ার সার্ভিস মোড়ে টিআইবির সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে প্রফেসর গুলনাহার বেগম, প্রফেসর লাল মিয়া, হেমায়েত উদ্দিন হিমু, সুজন প্রতিনিধি কবিতা হাওলাদার, প্রশান্ত দাস হরি, ইলিয়াস সিকদার, জাকির হোসেন, নজরুল ইসলাম তালুকদার, কনা আক্তার ও আবির হোসেন বক্তব্য রাখেন। ঠাকুরগাঁও ॥ মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বিকেলে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ আয়োজিত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী, নাট্য ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবীগণ অংশ নেয়। উদীচীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আবু মহিউদ্দিন, অধ্যাপক হোসেন শান্তি, রেজওয়ানুল হক রিজু, ওয়ালিদ হাসান লাবু প্রমুখ। লালপুরে সাব রেজিস্ট্রার অফিসে আগুন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ এপ্রিল ॥ লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের জানালার কাঁচ ভেঙ্গে ছুড়ে দেয়া আগুনে পুড়ে গেছে দলিলপত্র, আসবাবপত্রসহ অন্যান্য জিনিস। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মনোরঞ্জন নামে একজন মোহরার আহত হন। উপজেলা সাব-রেজিস্ট্রার শামসুজ্জামান জানান, ঘটনার রাতে তাঁর অফিসকক্ষে নাইটগার্ড আমজাদ হোসেন ছাড়াও দু’জন মোহরার মনোরঞ্জন সরকার ও আব্দুল বারী অবস্থান করছিলেন। জানালার কাঁচ ভাঙ্গার শব্দে তারা হাঁক-ডাক শুরু করেন। মুহূর্তেই দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার সঙ্গে সঙ্গেই নাইটগার্ড ও মোহরাররা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বাহিনীতে খবর দেন। দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। আগুনে তেমন কোন ক্ষতি না হলেও দলিলপত্রের সামান্য অংশ বিশেষ পুড়ে গেছে। সাব-রেজিস্ট্রার জানান, ক্ষতিগ্রস্ত দলিল ভুমি মালিকদের মধ্যে বিতরণের জন্য অফিসে রাখা ছিল।
×