ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

মায়ের সামনে পিষ্ট হলো সন্তান ॥ অন্যত্র নিহত ৪

প্রকাশিত: ০৪:০৮, ৬ এপ্রিল ২০১৬

মায়ের সামনে পিষ্ট হলো সন্তান ॥ অন্যত্র নিহত ৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বালুবাহী বেপরোয়া পাওয়ার টিলারের চাপায় মায়ের সামনে পিষ্ট হয়ে মারা গেছে চার বছরের শিশুসন্তান। মায়ের সঙ্গে সড়ক পার হতে গিয়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিয়া-নন্দনগাছি রাস্তার বালাদিয়াড় গ্রামে। নিহত শিশু রিংকু উপজেলার বালাদিয়াড় গ্রামের রবিউল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রিংকুকে নিয়ে হেঁটে রাস্তার ওপারে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন মা রূপালি বেগম। মা সামনে আর ছেলে আঁচল ধরে পেছনে ছিল। তবে মা আগেই রাস্তা পার হয়ে যায়। শিশু রিংকু থেকে যায় এপারে। পরে মায়ের কাছে যাওয়ার জন্য সে দৌড় দেয়। এরই মধ্যে বালুবাহী পাওয়ার টিলার এসে পিষ্ট করে দেয় শিশু রিংকুকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে ট্রাকচাপায় আলহাজ হোসেন নামের প্রথম শ্রেণীর স্কুলছাত্র নিহত ও অপর দুই স্কুলছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্কুল ছুটি হওয়ায় হতাহতরা বাড়ি ফিরছিল। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। নওগাঁ ॥ সোমবার রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার জবার মোড়ে ট্রাকের চাপায় নাহিদ হোসেন (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নাহিদ হোসেন সদর উপজেলা দশপাইকা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদ হোসেন গ্রামের বাড়ি থেকে সদর উপজেলার হাঁপানিয়া বাজারে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক নাহিদ হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গাজীপুর ॥ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় সোমবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। আনুমানিক ৫২ বছর বয়সের নিহতের পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল। এদিকে, প্রায় একই সময় স্থানীয় বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত আরও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তার দেহ এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে যে, তার বয়স ও পরনে কী ছিল তা বোঝা যাচ্ছে না। দেখে মনে হয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তার ওপর দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করেছে।
×