ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবজি চাষে পাল্টে গেছে কর্ণপুর

প্রকাশিত: ০৪:০৫, ৬ এপ্রিল ২০১৬

সবজি চাষে পাল্টে গেছে কর্ণপুর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ এপ্রিল ॥ ভারত সীমান্তঘেঁষা কর্ণপুর গ্রামের অতিদরিদ্র মানুষদের এক সময় পেশা ছিল চোরাচালান। কেউ ফেনসিডিল, কেউবা অন্য মাদকদ্রব্যের ব্যবসায় জড়িত ছিল। এখন সে চিত্র কিছুটা হলেও পাল্টেছে। সবজি চাষ তাদের আর্থসামাজিক অবস্থা বদলে দিয়েছে। সারাবছর সবজি চাষ তাদের আর্থিকভাবে সচ্ছলতার ক্ষেত্র তৈরি করেছে। অন্যদিকে কৃষিভিত্তিক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এতে গ্রামটিতে দরিদ্রতা হ্রাস পেয়েছে। কর্ণপুর গ্রামের মানুষ কয়েক বছর আগেও সংলগ্ন ভারতের গ্রামে কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরি করতে গেছে। এখনও যায়। তবে সংখ্যায় অনেক কম। বরং চিত্র উল্টে গেছে। এখন ভারতের কৃষি শ্রমিক কর্মসংস্থানের খোঁজে আসে কর্ণপুর। প্রচলিত কৃষিপণ্যের চেয়ে সবজি চাষ লাভজনক। তারা উন্নতজাতের সবজি বীজ, চাষ পদ্ধতি ভারতে কৃষিকাজ করার সময় কৌশলে শিখে এসেছে। তারা এখন সারাবছর করলা, লাউ, লালশাক, মিষ্টিকুমড়া, ফুলকপি, কাঁচামরিচ, হলুদ, আদা, দুধকচু, মানকচুসহ নানা সবজি আবাদ করে আসছে। চৈত্র মাসে এবার রোদের তেমন খরতাপ নেই। কর্ণপুর গ্রামের যেদিকে চোখ যায় শুধু করলার ক্ষেত। দেশী জাতের বড় করলা, ছোট করলা, হাইব্রিড করলা ছোট ও বড় জাতের। কেউবা শুধু করলার বীজ তৈরি করতে করলা চাষ করেছে। যাদের জমি আছে তারা সবজি চাষ করছে। যাদের নেই তারা শ্রমিকের কাজ করছে। কেউবা সবজি বাজারজাতে নেমেছে। এভাবে সবজি চাষ পাল্টে ফেলেছে কর্ণপুরের অর্থনীতির ভিত। রায়পুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষিত ॥ গ্রেফতার ১ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৫ এপ্রিল ॥ লক্ষ্মীপুরের রায়পুরে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ফয়সালকে মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ফয়সালকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এলাকাবাসী জানান, ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে ফেলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে বখাটে ফয়সাল। দীর্ঘদিন থেকে বিয়ে না করে ফয়সাল ছাত্রীটির সঙ্গে তার অবৈধ সম্পর্ক প্রকাশ করে আরও ক্ষতি করার হুমকি দিতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনা প্রকাশ করে দেয়। এ ঘটনার বিচার চেয়ে ওই ছাত্রীর পরিবার ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়। চেয়ারম্যান বিষয়টি ইউএনওকে জানিয়ে থানা পুলিশের সহায়তা নিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পরামর্শ দেন। গ্রেফতার আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম পুরুষশূন্য ইউপি নির্বাচন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলি ছোড়াকে কেন্দ্র করে গণগ্রেফতারের ভয়ে দিনাজপুরের তিনটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রাম তিনটি হলো- বিরামপুর উপজেলার কৃষ্টবাটি, মোহনপুর ও বাকুন্দা। এর ফলে স্থানীয় মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোহনপুর উচ্চ বিদ্যালয় বন্ধ রয়েছে। বিনাইল উচ্চ বিদ্যালয়েও ছাত্রছাত্রীর উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। গ্রাম তিনটি ঘুরে মহিলা ও শিশু ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুরুষশূন্য গ্রামে ডাকাতি ও চুরির আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসী। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে বিনাইলের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গণনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের কাজে বাধা ও নির্বাচন বানচাল করার চেষ্টার অভিযোগে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহামুদুর রহমান বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন। এর পর বিরামপুর থানা পুলিশ তিনটি গ্রামে গণগ্রেফতার শুরু করে।
×