ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাজরীনের ক্ষতিগ্রস্তদের যৌক্তিক ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ০৪:০৩, ৬ এপ্রিল ২০১৬

তাজরীনের ক্ষতিগ্রস্তদের যৌক্তিক ক্ষতিপূরণ দাবি

২০১২ সালে আশুলিয়ার তাজরীন ফ্যাশন্সে অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যৌক্তিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। গত শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় বলা হয়, শ্রমিকদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা বাবদ ১ লাখ টাকা করে দেয়া হয়। কিন্তু তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসায় ব্যয় হয়েছে কয়েক লাখ টাকা। এছাড়া বর্তমানে তাজরীন ফ্যাশনসের পক্ষ থেকে শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে তা খুবই কম বলে দাবি করেন তারা। -অর্থনৈতিক রিপোর্টার ৭ ও ১৪ দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিল চালু ৭ ও ১৪ দিন মেয়াদী বিল প্রবর্তন করছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রচলিত ৩০ দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিলের পাশাপাশি ৭ ও ১৪ দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিল প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত অনুসারে প্রতি কার্যদিবসে ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৭ ও ১৪ দিন মেয়াদী বিল নিলামের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিল ইস্যুর নিয়মাবলী ও কার্যপদ্ধতিসংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে। নতুন বিল প্রবর্তনের এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে কার্যকর হবে। -অর্থনৈতিক রিপোর্টারৃ
×