ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চামড়া ও বস্ত্র খাতে রফতানি সহায়তা বাড়ল

প্রকাশিত: ০৪:০০, ৬ এপ্রিল ২০১৬

চামড়া ও বস্ত্র খাতে রফতানি সহায়তা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চামড়াজাত পণ্য রফতানিকারকরা আগের ১৫ শতাংশ হারেই নগদ সহায়তা পাবেন। চলতি অর্থবছরে এ খাতে নগদ সহায়তা আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ১২ শতাংশ করা হয়েছিল। অন্যদিকে, রফতানিমুখী দেশী বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে নগদ সহায়তা এবং বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করা হলেও এখন ২ শতাংশ বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে। পাশাপাশি হিমায়িত চিংড়ি রফতানির বিদ্যমান সিলিং বাড়ানো হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পৃথক সার্কুলারে এসব তথ্য জানানো হয়। চামড়াজাত পণ্য রফতানিতে নগদ সহায়তা নিয়ে জারিকৃত সার্কুলারে বলা হয়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরে জাহাজীকৃত চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে সাড়ে ১২ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা। চলতি অর্থবছরে এ খাতে রফতানির বিপরীতে ইতোমধ্যে যে সকল আবেদনপত্র নিষ্পত্তি করা হয়েছে সেগুলোর বিপরীতে অতিরিক্ত আড়াই শতাংশ হারে নগদ সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত ফরমে আগামী এক মাসের মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক শাখা একই রফতানির বিপরীতে ইতোপূর্বে দাখিলকৃত আবেদনপত্রের পক্ষে ইস্যুকৃত নিরীক্ষা সনদপত্রের ভিত্তিতে দাবি নিষ্পত্তি করবে। বস্ত্র খাতে নগদ সহায়তা নিয়ে সার্কুলারে বলা হয়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দেশীয় বস্ত্র খাতে চলতি অর্থবছরে ইউরো অঞ্চলে জাহাজীকৃত বস্ত্র/বস্ত্রজাত দ্রব্য রফতানির বিপরীতে বিদ্যমান ৪%-এর অতিরিক্ত ২% বিশেষ নগদ সহায়তা প্রযোজ্য হবে। চলতি অর্থবছরে এ খাতে রফতানির বিপরীতে ইতোমধ্যে যে সকল আবেদনপত্র নিষ্পত্তি করা হয়েছে সেগুলোর বিপরীতে অতিরিক্ত ২% হারে নগদ সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত ফরমে আগামী এক মাসের মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক শাখা একই রফতানির বিপরীতে ইতোপূর্বে দাখিলকৃত আবেদনপত্রের পক্ষে ইস্যুকৃত নিরীক্ষা সনদপত্রের ভিত্তিতে দাবি নিষ্পত্তি করবে। চিংড়ি রফতানির সিলিং বৃদ্ধি নিয়ে সার্কুলারে বলা হয়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত চিংড়ি ও অনান্য মাছ রফতানির বিপরীতে নগদ সহায়তার বিদ্যমান সিলিং হিমায়িত চিংড়ির ক্ষেত্রে ৩ দশমিক ৭৯ ডলারের পরিবর্তে ৪ দশমিক ৯৮ ডলার এবং অন্যান্য মাছের ক্ষেত্রে ১ দশমিক ১০ ডলারের পরিবর্তে ১ দশমিক ৯৭ ডলারে সংশোধন করা হলো। চলতি অর্থবছরে নগদ সহায়তা হিসাবায়নের জন্য রফতানিমূল্যের এই নতুন সিলিং সার্কুলার জারির তারিখ হতে প্রযোজ্য হবে। এদিকে, একই বিভাগ থেকে আরেকটি সার্কুলারে এ্যাগ্রোপ্রোসেসিং পণ্যের তালিকায় পটেটো স্টার্চ অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়েছে। রফতানি উৎসাহিত করতে সরকার ১৪টি খাতে বিভিন্ন হারে নগদ সহায়তা দিয়ে থাকে। চলতি অর্থবছরে বস্ত্র খাত ও চামড়াসহ পাঁচটি খাতে নগদ সহায়তার হার কমিয়েছিল সরকার।
×