ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি শেষ ধাপ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৩৩, ৫ এপ্রিল ২০১৬

বিএনপি শেষ ধাপ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দুই ধাপের ভোটে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি বিএনপি নেতারা দিলেও আপাতত সে পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। সোমবার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দল ও জোট নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউপি নির্বাচনে পরবর্তী ধাপগুলোতেও আমরা থাকব। প্রতিটি ধাপে পর্যালোচনা করে নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত থাকব বলে আমরা স্থির করেছি। স্থানীয় পর্যায়ের এই নির্বাচনের প্রথম দুই ধাপে ভরাডুবির পর নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতারা বলেছিলেন, তৃতীয় ধাপেও চিত্র না বদলালে পরের তিন ধাপ বর্জনের কথা ভাববেন তারা। এরপর রবিবার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। তাদের বক্তব্য শোনার পর সোমবার ২০ দলীয় জোটের নেতাদের বৈঠকে ডাকেন তিনি। জামায়াতে ইসলামী বাদে সব দলের প্রতিনিধি এ বৈঠকে ছিলেন। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ওই বৈঠকের পর ফখরুল নির্বাচনে থাকার সিদ্ধান্ত সাংবাদিকদের বলেন। তিনি বলেন, আপাতত বর্জনের কোন সম্ভাবনা নেই। বিএনপির এক নেতা জানান, দল ও জোটের বৈঠকে নির্বাচন বর্জনের পক্ষে-বিপক্ষে মতামত আসে। তবে বেশিরভাগ নেতা বর্জনের সিদ্ধান্তের বিপক্ষে মত দেন। এরপরই বিএনপি ইউপি নির্বাচনে থাকার ঘোষণা দিলেন।
×