ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কীটনাশক থেকে অটিজম

প্রকাশিত: ০৬:২২, ৫ এপ্রিল ২০১৬

কীটনাশক থেকে অটিজম

শাক-সবজি বিশেষ করে সবুজ পাতাবিশিষ্ট সবজিতে যেসব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা হয় তা দেহের জিনের রূপ পাল্টে দিয়ে আচরণগত পরিবর্তন ঘটাতে পারে। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর গবেষণা করে এই তথ্য জানতে পারে। তারা লক্ষ্য করেছেন যে ইঁদুর ও মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী জিনের মধ্যে অনেক মিল রয়েছে। ইঁদুরের ওপর পরিচালিত সমীক্ষা থেকে তারা আশা করছেন শাক-সবজির কীটনাশক মনোবৈকল্যজনিত সমস্যা তৈরি করতে পারে। বাজার থেকে কিনে শাক-সবজি বা পাতাবহুল সবজি খাওয়া পুরোপুরি নিরাপদ নয়। এর ফলে আলজেইমার্স ও হান্টিংটন ডিজিজ থেকে শুরু করে অটিজমের মতো শারীরিক সমস্যা হতে পারে। শাক-সবজিতে থাকা রাসায়নিক উপাদান অনায়াসে মানুষের রক্তের সঙ্গে মিশে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইউএনসি স্কুল অব মেডিসিনের গবেষকদের করা সমীক্ষার ফল সম্প্রতি নেচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইউএনসির কোষ জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক মার্ক জিলকা বলেন, তারা ৩শ’ রকমের রাসায়নিক ইঁদুরের মস্তিষ্কের সংস্পর্শে দেখেছেন আরএনএতে কি ধরনের পরিবর্তন ঘটে। আরএনএন প্রাণীদেহে আচরণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থেকে। - ইউএনসি স্কুল অব মেডিসিন
×