ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলা

নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা জেরা করলেন দুই বাদীকে

প্রকাশিত: ০৬:১৮, ৫ এপ্রিল ২০১৬

নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা জেরা করলেন দুই বাদীকে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ এপ্রিল ॥ আলোচিত সাত খুন মামলার দুই বাদী সেলিনা ইসলাম বিউটি ও ডাঃ বিজয় কুমার পালকে সোমবার জেরা করেছেন নূর হোসেন ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আইনজীবীরা। জেরা শেষে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত আগামী ১১ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। জানা গেছে, সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা-তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ইতোপূর্বে দুই মামলার দুই বাদী আদালতে সাক্ষ্য প্রদানের পর আসামি নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য আসামির পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষে উচ্চ আদালতে মামলা বাতিল চেয়ে রিট আবেদন থাকায় তাদের পক্ষের আইনজীবীরা এই দুই বাদীকে জেরা করেননি। গত সপ্তাহে সেই রিট আবেদন উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। দুই মামলায় এ পর্যন্ত মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, কোন সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অপর মামলার বাদী ডাঃ বিজয় কুমার পালকে জেরা করেন নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষের আইনজীবীরা। দুই বাদীকে জেরায় সন্তোষ প্রকাশ করে তিনি এই মামলার সুষ্ঠু বিচার দাবি করেন। আসামি নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, বিগত দিনে উচ্চ আদালতে রিট থাকায় আমরা আসামিদের ও দুই বাদীকে জেরা করা থেকে বিরত থাকি। জেরায় আমরা আসামি পক্ষের আইনজীবীরা তারেক সাঈদকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি।
×