ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু ৪ ঘণ্টা পর না’গঞ্জে উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮, ৫ এপ্রিল ২০১৬

মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু ৪ ঘণ্টা পর না’গঞ্জে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ এপ্রিল ॥ মুন্সীগঞ্জ থেকে অপহরণের চার ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণীর ছাত্র বায়েজীদকে (৭) নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা। সোমবার বিকেলে শহরের ২নং রেল গেট এলাকায় ইসলামী ব্যাংকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। র‌্যাব এ সময় অপহরণকারী চক্রের এক নারী সদস্য সুরাইয়া বেগমকে (২৮) নগদ ৯ লাখ ২৫ হাজার টাকাসহ আটক করে। সোমবার রাতে র‌্যাব-১১-এর সিপিসি-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মকর্তারা এ তথ্য জানান। নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান জানান, সোমবার দুপুর বারোটায় মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার রান্ধুনিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বায়েজীদকে অপহরণ করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দুপুর দুইটায় অপহৃত বায়েজীদের মা বিলকিস বেগম অপহরণের বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-১-এ অভিযোগ করলে র‌্যাব শিশুটিকে উদ্ধারে তৎপর হয়। বিকেল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর ২ নং রেল গেট এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের সামনে থেকে অপহৃত বায়েজীদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় সুরাইয়া বেগম নামে অপহরণের ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়। পরে র‌্যাব তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ ৯ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে। তিনি জানান, আটককৃত অপহরণকারীসহ উদ্ধারকৃত শিশুটিকে র‌্যাব হেফাজতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় পাঠানো হয়েছে।
×