ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালানি তেলের দাম তিন ধাপে কমানো হবে

প্রকাশিত: ০৫:৫৩, ৫ এপ্রিল ২০১৬

জ্বালানি তেলের দাম তিন ধাপে কমানো হবে

স্টাফ রিপোর্টার ॥ ধাপে ধাপে অন্য জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে তিন ধাপে দাম কমানো হবে সব ধরনের জ্বালানি তেলের। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে প্রথম ধাপের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হবে। জ্বালানি বিভাগ সূত্রে এ খবর জানা গেছে। বিদ্যুত-জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, একবারে না কমিয়ে তিন ধাপে জ্বালানি তেলের দাম কমানো হবে। প্রথম ধাপের দাম কমানোর সিদ্ধান্ত আসবে শীঘ্রই। তিন ধরনের জ্বালানি তেল অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম ছয় মাসে ধাপে ধাপে লিটার প্রতি মোট ২০ টাকা কমানো হবে । প্রথমে লিটারে ১০ টাকা, পরে দুই ধাপে ৫ টাকা করে মোট ১০ টাকা কমানো হতে পারে। জ্বালানি বিভাগ জানায়, প্রথম ধাপের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে জারি করা হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার এক বৈঠকে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আলোচনা হয়। এ বৈঠকেই তিন ধাপে দাম কমানোর বিষয়টি নির্ধারণ করা হয়। অনেক আলোচনা সমালোচনার পর গত বৃহস্পতিবার ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়। জ্বালানি বিভাগ সূত্র জানায়, দেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয় ২০১৩ সালের ৪ জানুয়ারি। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১২০ থেকে ১২৫ মার্কিন ডলারে ওঠানামা করছিল। তখন দেশে দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬, ডিজেল ও কেরোসিন ৬৮ এবং ফার্নেস অয়েল ৬০ টাকা করা হয়। এখন পর্যন্ত এই দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছে। তবে এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে ২৮ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের অব্যাহত পতনের মধ্যে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয় সম্প্রতি।
×