ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচের অনন্য কীর্তি

প্রকাশিত: ০৪:৪১, ৫ এপ্রিল ২০১৬

জোকোভিচের অনন্য কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুতেই যেন থামছেন না নোভাক জোকোভিচ। একের পর এক শিরোপা জেতাটাকে নিয়মিত নেশায় পরিণত করে নিয়েছেন তিনি। রবিবার জাপানের কেই নিশিকোরিকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো মিয়ামি ওপেনের শিরোপা জিতেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই এক নাম্বার খেলোয়াড়। ফাইনালে এদিন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ৬-৩ এবং ৬-৪ সেটে নিশিকোরিকে উড়িয়ে দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এর ফলে এটিপি ট্যুর ইতিহাসে রজার ফেদেরারকে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয়ের খেলোয়াড় এখন নোভাক জোকোভিচ। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মিয়ামির শিরোপা জিতলেন জোকোভিচ। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসির সর্বোচ্চ ষষ্ঠ শিরোপা জয়ের রেকর্ডেও ভাগ বসান সার্বিয়ান তারকা। এই শিরোপার সঙ্গে তিনি পকেটে পুড়েছেন ১.০২৮ মিলিয়ন মার্কিন ডলার (৯,০২,০০০ ইউরো)। যা টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরারের সর্বকালের এটিপি আয়কে (৯৮,১৯৯৯,৫৪৮ ডলাক) ছাড়িয়ে গেছে। মিয়ামি ওপেন জয়ের ফলে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন ২৮ বছর বয়সী জোকোভিচ। ক্যারিয়ারে রেকর্ড ২৮ এটিপি মাস্টার্স ১০০০ শিরোপাও জয় করেছেন তিনি। সেই সঙ্গে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেলেন এই সার্বিয়ান। এর আগে ২৭ এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে একই বিন্দুতে অবস্থান করছিলেন জোকোভিচ ও নাদাল। টেনিস ইতিহাসের সর্বোচ্চ মাস্টার্স শিরোপাজয়ী খেলোয়াড় এখন জোকোভিচ। তাতে গর্বিত সার্বিয়ান তারকা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি মাস্টার্স শিরোপা জিততে পারাটা আমার ক্যারিয়ারের অবিস্মরণীয় অর্জন। আমি সত্যিই গর্বিত।’
×