ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে বেনফিকার মুখোমুখি বেয়ার্ন

বার্সিলোনা-এ্যাটলেটিকো মহারণ

প্রকাশিত: ০৪:৩৯, ৫ এপ্রিল ২০১৬

বার্সিলোনা-এ্যাটলেটিকো মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুটা নড়বড়ে বার্সিলোনা! অপেক্ষাকৃত চাঙ্গা এ্যাটলেটিকো মাদ্রিদ? স্প্যানিশ লা লিগায় দু’দলের সবশেষ ম্যাচের পরিপ্রেক্ষিতে এমন বলাটা অযৌক্তিক নয়। রিয়াল বেটিসের বিপক্ষে এ্যাটলেটিকো ৫-১ গোলের বড় জয় পায়। আর বার্সিলোনা এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদরে কাছে হার মানে ২-১ গোলে। এমন অবস্থায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সার মাঠ ন্যুক্যাম্পে আজ রাতে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় এই দ্বৈরথ। ম্যাচটি জিততে দু’দলই আশাবাদের কথা শুনিয়েছে। আজ রাতে শেষ আটের প্রথম লেগের আরও একটি ম্যাচ হবে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ ও পর্তুগালের বেনফিকা। রিয়াল মাদ্রিদ খেলবে বুধবার। শেষ আটের লড়াইয়ে ভাগ্য ভাল বলতে হবে রিয়ালের! কেননা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। পক্ষান্তরে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে লড়তে হচ্ছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। গত মার্চে সুইজারল্যান্ডের নিওনেল ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে বার্সিলোনা-এ্যাটলেটিকোর মুখোমুখি নিশ্চিত হয়। আর রিয়ালের প্রতিপক্ষ জার্মানির ক্লাব উলফসবার্গ। পাঁচবারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখও অপেক্ষাকৃত দুর্বল দল পেয়েছে। বাভারিয়ানদের প্রতিপক্ষ পর্তুগারের ক্লাব বেনফিকা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়া ম্যানচেস্টার সিটিকেও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হচ্ছে। সেমিফাইনালের টিকেট পাওয়ার মিশনে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। এ্যাটলেটিকো এমন একটা দল যারা কোন প্রতিপক্ষকেই ছাড় দেয় না। এ কারণে লা লিগার দল বার্সিলোনার সঙ্গে তাদের লড়াইটা জমজমাট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের লা লিগায় শিরোপা লড়াইয়ে বার্সার পেছনেই আছে দিয়াগো সিমিওনের দল। স্পেনের শীর্ষ লীগে ৩১ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো। দু’দলের সম্প্রতি মুখোমুখি লড়াইয়ের অবশ্য একতরফা এগিয়ে বার্সিলোনা। এ মৌসুমে লীগের দুই পর্বেই জিতেছে লুইস এনরিকে দল। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কীর্তি গড়ার পথে বার্সিলোনা একটা প্রতিশোধ নেয়ার সুযোগও পাচ্ছে। ২০১৩-১৪ মৌসুমে তাদের হারিয়েই সেমিফাইনালে উঠেছিল এ্যাটলেটিকো। নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেটিসকে উড়িয়ে দেয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এ্যাটলেটিকো। এখন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লীগে বার্সিলোনার সঙ্গে লড়াই করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ক্লাবটির কোচ সিমেওনে। এ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ বলেন, বার্সার বিপক্ষে সব ম্যাচই ভিন্ন। আর এর জন্য আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত। আমাদের ফলের ওপর জোর দিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। যেন বার্সার সঙ্গে লড়াই করার আশা নিয়ে লীগের শেষ ম্যাচগুলো খেলতে পারি আমরা। অন্যদিকে রিয়ালের কাছে হারলেও সেটিকে মনে রাখতে চাচ্ছেন না বার্সা কোচ লুইস এনরিকে। এখন তাদের মনযোগ চ্যাম্পিয়ন্স লীগে বলে জানিয়েছেন তিনি। বার্সা বস বলেন, রিয়ালের কাছে দল হেরেছে। সেটা এখন অতীত। আমাদের মনযোগ এখন চ্যাম্পিয়ন্স লীগে। এ্যাটলেটিকো ভাল দল। তাদের কিভাবে হারানো যায় সেটাই ভাবছি আমরা। অন্যদিকে বেনফিকার বিপক্ষে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে বেয়ার্ন। এরপরও দলটির কোচ পেপ গার্ডিওলা সমীহ করছেন অতিথিদের। তিনি বলেন, এই পর্যায়ে কোন দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেরাটা খেলেই জিততে হবে আমাদের, বলেন গার্ডিওলা।
×