ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিএসজি যাচ্ছেন নেইমার!

প্রকাশিত: ০৪:৩৯, ৫ এপ্রিল ২০১৬

পিএসজি যাচ্ছেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় নেইমারের দারুণ সময় কাটছে। কাতালান ক্লাবটির জার্সিতে অসাধারণ পারফর্মেন্স উপহার দিচ্ছেন এই ব্রাজিলিয়ান। সেই সঙ্গে দলও ধরে রেখেছে শিরোপা জয়ের ধারাবাহিকতা। কিন্তু মাঠের পারফর্মেন্সে সন্তুষ্ট নেইমারকে ভোগাচ্ছে স্পেনের নানান নিময়-কানুন। যার মধ্যে আয়করের বিষয়টি যেন একেবারেই বিষিয়ে তুলেছে এই ব্রাজিলিয়ানকে। তাই বার্সা ছাড়ার গুঞ্জন বেশ কয়েকবারই চাউর হয়েছে। তবে এবার আর গুঞ্জন নয়, বরং নেইমারের প্রতিনিধিই জানালেন বিস্ময়কর এক তথ্য। পিএসজি চাইলেই নেইমারকে পেতে পারে বলে মনে করেন তিনি। ২০১৮ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বার্সিলোনা। তবে এ বিষয়ে এখনও মতৈক্যে আসতে পারেনি দুইপক্ষ। এদিকে গুঞ্জন রয়েছে, ২৪ বছর বয়সী নেইমারকে পাওয়ার আগ্রহ আছে পিএসজির। ফ্রান্সের দৈনিক লেকিপকে নেইমারের প্রতিনিধি ওয়েন রিবেইরো বলেন, ‘বার্সিলোনার সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে নেইমারের। আর সে বার্সিলোনায় খুব ভালও উপভোগ করছে। সেখানে সে খুব প্রিয় একজন খেলোয়াড় এবং বিশ্বের সেরা দলের অংশ।’ এরপরই আসে মূল কথায়, ‘প্যারিসের মতো একটি শহরে বাস করা এবং পিএসজির মতো একটি ক্লাবে খেলাও আবার সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন। চুক্তি শেষ হওয়ার দুই বছর সময়ের মধ্যে কী হয় তা দেখব আমরা। পিএসজি যদি নেইমারকে চুক্তিবদ্ধ করতে আগ্রহ দেখায়, আমরা তাহলে সব সময়ই আলোচনা করতে পারি।’ নেইমারের বাইআউট ক্লজ ১৯ কোটি ৩০ লাখ ইউরো হলেও অর্থ পিএসজির জন্য কোন বিষয় নয় বলেই মনে করেন রিবেইরো। প্যারিস শহর নেইমার বেশ পছন্দ করেন বলেও জানান তার এজেন্ট। আর পিএসজিতে আছেন নেইমারের ছোট বেলার বন্ধু লুকাস মউরা। ব্রাজিলের এই উইঙ্গার নেইমারকে পিএসজিতে নাম লেখাতে অনুপ্রাণিত করছেন বলে জানান রিবেইরো। চলতি মৌসুমে বার্সিলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ৩৯ ম্যাচে ২৭ গোল করেন নেইমার। এই তথ্যটাই বলে দিচ্ছে কাতালান ক্লাবটিতে ব্রাজিলিয়ান তার পারফর্মেন্স। কাতালান ক্লাবটির সাবেক স্ট্রাইকার লুইস গার্সিয়া মনে করেন বার্সিলোনার ট্রাম্প কার্ড লিওনেল মেসির স্থান পাবেন এই ব্রাজিলিয়ান। গার্সিয়ার বিশ্বাস, বিভিন্ন ক্লাব নেইমারকে পেতে মরিয়া হলেও বার্সাতেই থেকে যাবেন এই স্ট্রাইকার। এ বিষয়ে তিনি বলেন, ‘সে বার্সিলোনায় সুখে আছে। আমি মনে করি, আমরা ধরে নিতে পারি যে, সে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করছে।
×