ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ২-০ মোহামেডান

স্বাধীনতা কাপ ফুটবলে শেখ জামালের শুভ সূচনা

প্রকাশিত: ০৪:৩৮, ৫ এপ্রিল ২০১৬

স্বাধীনতা কাপ ফুটবলে শেখ জামালের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ আদালতের রায়ে নৈতিক জয়। সেই জয়ের অনুপ্রেরণাতেই হোক কিংবা অন্য কোন কারণেই হোক- খেলার মাঠে জিতেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। বহুল আলোচিত ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ ‘এ’ গ্রুপের খেলায় সোমবার শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে ছিল জামাল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু খেলোয়াড় অসুস্থ ও আদালতের শুনানির রায়ের কারণে জামাল-মোহামেডানের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাফুফে পিছিয়ে দেয় ম্যাচটি। সম্প্রতি বাফুফের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছিল শেখ জামাল ধানম-ি। জামালের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মোহামেডানও। আন্দোলনের সহযোগী শেখ জামাল এবং মোহামেডান সোমবার সহযোগী নয়, বরং প্রতিপক্ষ হিসেবে খেলার মাঠে নামে। শেখ জামাল ধানম-ি ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলারের নতুন ক্লাবে খেলা হচ্ছে না। তাদের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাফুফের হাইকোর্টের দেয়া নির্দেশ সর্বোচ্চ আদালতেও বহাল রাখা হয়েছে। গত মৌসুমে অনুষ্ঠিত হয়নি স্বাধীনতা কাপ ফুটবলের আসর। তার আগের মৌসুমে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। ফাইনালে তারা হারিয়েছিল ফেনী সকার ক্লাবকে। স্বভাবতই এবার মোহামেডানের সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে শুরুতেই হোঁচট খেল তারা। তাদের হারাল ২০১২ সালের স্বাধীনতা কাপের রানার্সআপ শেখ জামাল। নির্ভরযোগ্য আট ফুটবলার নেই। তাদের ছাড়াই সোমবারের জয় নিঃসন্দেহে মনোবল আর বাড়িয়ে দিল জামালের। ম্যাচের ৯ মিনিটে মাঠের ডানপ্রান্ত থেকে গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিংয়ের স্কয়ার পাসে পা ছুঁইয়ে উচু শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার এনামুল হক (১-০)। এগিয়ে যায় জামাল। ১৬ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দর্শনীয় শটে মোহামেডানের বল জালে পাঠানে দলীয় অধিনায়ক হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে (২-০)। হারলেও স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়নরা মন্দ খেলেনি। তারাও উল্লেখযোগ্য আক্রমণ করেছে। কিন্তু ভাগ্য সহায় না হওয়াতে গোলের সন্ধান পায়নি। ১৮ মিনিটে মাসুক মিয়া জনির শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল। এর কিছুক্ষণ পরই মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার ল্যান্ডারির ভলি গোললাইন থেকে হেড দিয়ে সরিয়ে দেন ডিফেন্ডার আনিসুর আলম সুইট। ৩৭ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকেছিলেন মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। কিন্তু পোস্টে পৌঁছার আগেই বল ক্লিয়ার করেন জামালের দুই ডিফেন্ডার। ৮০ মিনিটে ব্যবধান বাড়ানোর একটা সুযোগ এসেছিল জামালের। কিন্তু বক্সের ভেতর থেকে নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের শট লক্ষ্যভ্রষ্ট হয়।
×