ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবে ক্যারিবীয় ক্রিকেট কর্ণধাররা

তবু সামির ওপর ক্ষিপ্ত ক্যারিবীয় বোর্ড!

প্রকাশিত: ০৪:৩৭, ৫ এপ্রিল ২০১৬

তবু সামির ওপর ক্ষিপ্ত ক্যারিবীয় বোর্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ আশির দশকে দুর্বিনীত ওয়েস্ট ইন্ডিজ দল ক্রমেই জৌলুস হারিয়ে ফেলেছে। দলের সাফল্যের হার কমতে কমতে প্রায় ম্লানই হয়ে গেছে ক্যারিবীয় ক্রিকেটের ঝলমলে উজ্জ্বলতা। কিন্তু সেটা যেন ক্রমেই আবার রং ফিরে পেতে চলেছে। ক্যারিবীয় ক্রিকেটে লেগেছে উন্নতির ছোঁয়া। চলতি বছর তিন মাসে তিন বিশ্ব আসরের শিরোপা ঘরে তুলেছে তারা। গত ফেব্রুয়ারিতে যুবারা তুলেছিল অনুর্ধ ১৯ বিশ্বকাপ ট্রফি এবং রবিবার কলকাতার ইডেন গার্ডেনে একই দিনে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ও পুরুষ দল হয়েছে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের টানাপোড়েন লেগেই আছে। যেই টানাপোড়েনে পড়ে বার বার ক্যারিবীয় দলে এসেছে পরিবর্তন। আর শিরোপা জয়ের বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের এই তিক্ততা এবং নানা অসামঞ্জস্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক ড্যারেন সামি। আর সেজন্য সামির ওপর ক্ষেপেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সে বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। তবে ক্রিকেটারদের সঙ্গে সব বিষয়াদি নিয়ে আলোচনা করার সিদ্ধান্তও নিয়েছে ডব্লিউআইসিবি। সেই ২০১৪ সাল থেকেই ক্যারিবীয় বোর্ডের সঙ্গে বনিবনা হচ্ছে না বর্তমান ক্রিকেটারদের। নানা কারণে বেশ খারাপ সম্পর্কে গিয়ে ঠেকেছে দুই পক্ষের মধ্যে। সে সব কারণে টি২০ দলেও অনেক অপরিহার্য ক্রিকেটারের জায়গা হয়নি। আবার অনেকে টি২০ খেললেও ওয়ানডে খেলার সুযোগ পান না। তবে সমস্যাটা শুধু সামিদেরই নয়। এর আগে ব্রায়ান লারার সময় থেকেই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা হয়েছে। তখন থেকে দফায় দফায় বেশ কয়েকটি ঝামেলার কারণে অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারে যবনিকাপাত ঘটেছে। এত সমস্যা নিয়েও দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এসব বিষয়ে অধিনায়ক সামি বলেন, ‘আমাদের নতুন ম্যানেজার দেয়া হয়েছে যার কোন পূর্ব অভিজ্ঞতা নেই কোন দল কিভাবে পরিচালনা করতে হয়। আমাদের কোন ইউনিফর্ম নাই। সেটা আমাদের অনেক কষ্টে সংগ্রহ করে খেলতে আসতে হয়েছে।’ গ্রানাডার প্রধানমন্ত্রী কিথ মিচেল ক্যারিবীয়রা চ্যাম্পিয়ন হওয়ার পর ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন বার্তা দিয়েছেন। কিন্তু বোর্ড এ ধরনের কোন কিছুই করেনি। এ বিষয়ে সামি বলেন, ‘তিনি যে বার্তা দিয়েছেন সেটা সত্যিই আমাদের জন্য প্রেরণার। কিন্তু আমরা বোর্ড থেকে এ ধরনের কিছু শুনিনি তা খুবই হতাশাজনক। তারা সবসময় আমাদের অবহেলাই করেছে।’
×