ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন আবু হাসান শাহীন

প্রকাশিত: ০৪:২৪, ৫ এপ্রিল ২০১৬

চলে গেলেন আবু হাসান শাহীন

স্টাফ রিপোর্টার ॥ খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সাংবাদিক আবু হাসান শাহীন আর নেই। রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাড়িতে সোমবার সকাল সাতটায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত এক বছর ধরে দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন শাহীন। কোনাপাড়া মান্নান স্কুলসংলগ্ন শহীদ মিনারে সোমবার বেলা ৩টায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শাহীনকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর বাদ আছর কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আবু হাসান শাহীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মাতুয়াইল কবর স্থানে সমাহিত করা হয়। আবু হাসান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। শাহীন ১৯৯২ সাল থেকে কোনাপাড়া অঙ্গন খেলাঘর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করেন। শিশু সংগঠক শাহীন ছিলেন একাধারে খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক, শিশুতোষ গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ছোটদের পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
×