ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ে সরদার রোকন

প্রকাশিত: ০৪:২৩, ৫ এপ্রিল ২০১৬

এই সময়ে সরদার রোকন

স্টাফ রিপোর্টার ॥ সরদার রোকন। এই সময়ের অন্যতম জনপ্রিয় নাট্যনির্মাতা। ধারাবাহিক এবং খ- নাটক মিলে ইতোমধ্যে ৪০টির মতো নাটক নির্মাণ করেছেন। গুণী এই নির্মাতা ‘আলোছায়া’সহ একাধিক ধারাবাহিক ও খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। ২০১২ সালে প্রথম এককভাবে নাটক পরিচালনা শুরু করেন। প্রথম নাটক ছিল ‘ছেঁড়া রঙ্গের খোয়াব’। এছাড়া ধারাবাহিক ‘চেয়ারম্যান বাড়ি’ বৈশাখী টিভিতে; ‘দশ ফিট বাই দশ ফিট’ একুশে টিভিতে এবং ‘বাজি ও বাজনা’ বিটিভিতে প্রচার হয়। তার পরিচালিত খ- নাটকের মধ্যে রয়েছে ‘বৈরী হাওয়া’, ‘ভালবাসার সুখ অসুখ’, ‘নীলিমার রূপকথা’, ‘লুকোচুরি’, ‘ললাট’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমির চাঁদ’, ‘ছয় নয়’, ‘করিও চাঁদের টিপ’ প্রভৃতি। নাটক নির্মাণের পাশাপাশি নাট্যশিল্পী তৈরির চেষ্টা করেন। দেশের উত্তরবঙ্গের অন্যতম এলাকা কুড়িগ্রামের উলিপুরের সন্তান সরদার রোকন ছোটবেলা থেকেই সংস্কৃতি অঙ্গনে যুক্ত ছিলেন। বিশেষ করে উদীচীর স্থানীয় শাখার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন এক সময়। তবে ছোটবেলা থেকেই জাতীয়ভাবে কিছু একটা করার স্বপ্ন লালন করতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলছেন নিরন্তর। পরিচালক সরদার রোকনের জন্ম দিন আজ। আজকের দিনে তার জন্য শুভকামনা।
×