ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ০৪:১৮, ৫ এপ্রিল ২০১৬

পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি প্রদান ও ২০ ভাগ মহার্ঘ্যভাতাসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের ছয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ রেখে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের সঙ্গে আজ মঙ্গলবার থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। জানা গেছে, পাঁচ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে গেট মিটিং, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচী পালন করেছেন। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। খুলনা অঞ্চলে নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল থাকলেও আইনী জটিলতার কারণে আটরা শিল্প এলাকার আলিম জুট মিল অনেকদিন ধরে বন্ধ রয়েছে। ওই মিলের শ্রমিকরা মিল চালুর দাবিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে রয়েছেন। খালিশপুর শিল্পাঞ্চলের খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা নো-ওয়ার্ক নো-পে ভিত্তিতে কাজ করছেন। তারা পাঁচ দফা দাবির সঙ্গে সংহতি জানালেও ধর্মঘট করছেন না। খালিশপুরের ক্রিসেন্ট ও প্লাটিনাম, দীঘলিয়ায় অবস্থিত স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়ায় অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিলে ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘট চলাকালে সোমবার সকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিকরা স্ব স্ব মিলগেটের সামনে সমবেত হয়ে সমাবেশ করেছেন। প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ ॥ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ এপ্রিল ॥ ভোলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী গৃহপরিচারিকাকে (২৫) ধর্ষণের পর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে সোমবার সকালে ভোলা সদর হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার অভিযুক্ত গৃহকর্তা ব্যবসায়ী মোশারেফ হোসেনকে পুলিশ আটক করতে না পারলেও তার স্ত্রী ও ছেলেকে আটক করেছে। এদিকে মারা যাওয়া প্রতিবন্ধীর বোন রুমা বেগম জানান, বোন রুমা বেগম কান্নাকাটি করে বলেন, সকলে তাকে অসহযোগিতা করছে। সে তার বোনের বিচার প্রত্যাশী। কিন্তু সকল ডাক্তারি পরীক্ষার সনদ ও প্রমাণ পাল্টে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন এলাকার প্রতিবন্ধী যুবতীর বড় বোন রুমা বেগম অভিযোগ করনে, অভাবের তাড়নায় তার মা-বাবা হারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী বোনকে কাজ করতে দেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট এলাকার মোশারেফ হোসেনের বাড়িতে। সম্প্রতি মোশারেফ হোসেন কয়েকবার তার বোনকে ধর্ষণ করে। কথা বলতে না পারায় সে চুপ ছিল।
×